Sourav Ganguly

Sourav Ganguly: পন্থ খেলবে, কোহলীদের শিবিরে করোনা নিয়ে চিন্তিত নন সৌরভ

ইংল্যান্ডের বিরুদ্ধে ভারতীয় দল ভাল খেলবে বলেই মনে করছেন সৌরভ।

Advertisement
নিজস্ব প্রতিবেদন
কলকাতা শেষ আপডেট: ১৫ জুলাই ২০২১ ২০:১০
 পন্থদের ঘুরে বেড়ানো নিয়েও কোনও দোষ দেখছেন না বিসিসিআই প্রধান।

পন্থদের ঘুরে বেড়ানো নিয়েও কোনও দোষ দেখছেন না বিসিসিআই প্রধান। —ফাইল চিত্র

ইংল্যান্ডে করোনা আক্রান্ত ঋষভ পন্থ। তবে তা নিয়ে চিন্তিত নন সৌরভ গঙ্গোপাধ্যায়। পন্থদের ঘুরে বেড়ানো নিয়েও কোনও দোষ দেখছেন না বিসিসিআই প্রধান। বৃহস্পতিবার ওমান যাওয়ার আগে জানিয়ে দিলেন তিনি।

টি২০ বিশ্বকাপ হবে সংযুক্ত আরব আমিরশাহি এবং ওমানে। সেই বিষয়ে বৈঠক করতে ওমানে যাচ্ছেন ভারতীয় ক্রিকেট বোর্ডের প্রধান। তার আগে এক সাক্ষাৎকারে সৌরভ বলেন, “পন্থ ইংল্যান্ডের বিরুদ্ধে খেলবে। সেই নিয়ে চিন্তা নেই। এখনও অনেকদিন বাকি টেস্ট শুরু হতে। ইতিমধ্যেই বেশ কিছু দিন হয়ে গিয়েছে নিভৃতবাসে রয়েছে ও। ছুটিতে ছিল ওরা, ঘুরতে বেরিয়ে এমন হতেই পারে। তা নিয়ে চিন্তা করার কিছু নেই।”

Advertisement

ইংল্যান্ডের বিরুদ্ধে ভারতীয় দল ভাল খেলবে বলেই মনে করছেন সৌরভ। তিনি বলেন, “নিউজিল্যান্ডের বিরুদ্ধে একটা ম্যাচে হেরেছে বলে দল খারাপ খেলবে ভাবার কোনও কারণ নেই। পাঁচ ম্যাচের সিরিজ। লম্বা সফর। অস্ট্রেলিয়ার বিরুদ্ধেও প্রথম ম্যাচে হেরেও দল সিরিজ জিতে এসেছে।”

ইংল্যান্ডে করোনা আক্রান্ত ঋষভ পন্থ।

ইংল্যান্ডে করোনা আক্রান্ত ঋষভ পন্থ। —ফাইল চিত্র

অলিম্পিক্সে যাওয়া ভারতীয় দলকে বিভিন্ন ভাবে সাহায্য করেছে ভারতীয় ক্রিকেট বোর্ড। সৌরভ বলেন, “অলিম্পিক্সে ফুটবল, কুস্তি, দৌড় দেখতে ভাল লাগে। প্রণতি নায়েক, অতনু দাস এবং সুতীর্থা মুখোপাধ্যায়কে শুভেচ্ছা।”

সৌরভ আশা করছেন ২০২৮ সালের অলিম্পিক্সে ক্রিকেটও থাকতে পারে। তবে নিজের জীবনচিত্র নিয়ে কিছু বলতে রাজি নন তিনি। সব কিছু ঠিক হলে তবেই সেই বিষয়ে জানাবেন সৌরভ।

আরও পড়ুন
Advertisement