India vs England 2021

India vs England 2021: রুটদের বিরুদ্ধে বিরাট জয়ের পর কোহলীর ভারতকে শুভেচ্ছা জানালেন সচিন তেন্ডুলকর

লর্ডসে জো রুটের ইংল্যান্ডকে ১৫১ রানে হারিয়ে দেওয়ার পরেই ‘কিং কোহলী’-র দলকে শুভেচ্ছায় ভরিয়ে দিলেন সচিন।

Advertisement
নিজস্ব প্রতিবেদন
কলকাতা শেষ আপডেট: ১৭ অগস্ট ২০২১ ০১:১৭
শুভেচ্ছায় ভরিয়ে দিলেন সচিন।

শুভেচ্ছায় ভরিয়ে দিলেন সচিন। —ফাইল চিত্র

বরাবরই তিনি বিরাট কোহলীর ভক্ত। ভারতীয় দল ভাল পারফরম্যান্স করলে সচিন তেন্ডুলকর আনন্দে মেতে ওঠেন। এ বারও সেটা দেখা গেল। লর্ডসে জো রুটের ইংল্যান্ডকে ১৫১ রানে হারিয়ে দেওয়ার পরেই ‘কিং কোহলী’-র দলকে শুভেচ্ছায় ভরিয়ে দিলেন সচিন। অভিনন্দন জানানোর ক্ষেত্রে সচিনের সঙ্গে এই তালিকায় ভিভিএস লক্ষণ, যুবরাজ সিংহ, বীরেন্দ্র সহবাগের মতো প্রাক্তনরাও আছেন।

সচিন লিখেছেন, ‘এটাই টেস্ট ম্যাচের মজা। প্রতিটা মুহূর্ত উপভোগ করলাম। এই দলের সহনশীলতা, সাহস আমাকে মুগ্ধ করেছে। কঠিন সময়ে ঘুরে দাঁড়ানোর জন্য এই ম্যাচ মনে থাকবে। দারুণ খেলেছো।’

সহবাগ দলকে শুভেচ্ছা জানালেও ক্রিকেট পন্ডিতদের একটু খোঁচা দিয়ে লিখেছেন, ‘প্রথম দিন থেকে শুনে আসছিলাম, ‘এই টেস্ট বাঁচাতে পারবে তো!’ ছেলেরা কিন্তু লর্ডস টেস্ট জিতে দেখাল। বিদেশে এমন জয়ের কীর্তি আর কোনও দেশ গড়তে পেরেছে বলে তো মনে হয় না। ছেলেরা কামাল করে দিল। একই সঙ্গে বুঝিয়ে দিল যে এই ভারতীয় দলকে হালকা ভাবে নেওয়া উচিত নয়।’

Advertisement

বহু যুদ্ধের নায়ক লক্ষণ টুইটারে লিখেছেন, ‘টেস্ট ম্যাচের জন্য দারুণ একটা দিন। সেই জন্য এই জয় ভারতীয় দলের সমর্থকরা অনেক বছর মনে রাখবে। দিনের শুরুতে শামি ও বুমরা ব্যাট হাতে লড়াই করল। তারপর চার জন জোরে বোলার ছিনিয়ে আনল রুদ্ধশ্বাস জয়।’

ভাজ্জি লিখেছেন, ‘লর্ডসে অসাধারণ জয় দেখলাম। ওয়েল ডান টিম ইন্ডিয়া। শামি, বুমরা, ইশান্ত ও সিরাজ অনবদ্য। তোমাদের জন্যই এই জয় সম্ভব হল।’

আরও পড়ুন
Advertisement