Indian Cricket team

India vs England 2021: দ্বিতীয় দিনের শেষে ৩ উইকেট হারিয়ে চাপে ইংল্যান্ড, কোহলীর ভারত এগিয়ে ২৪৫ রানে

পন্থ ও জাডেজার লড়াইয়ে ভারত ৩৬৪ রান করলেও, অ্যান্ডারসন নিলেন পাঁচ উইকেট। তিন উইকেট নিয়ে জবাব দিচ্ছেন মহম্মদ সিরাজ, শামি। ভারত এগিয়ে ২৪৫ রানে।

Advertisement
নিজস্ব প্রতিবেদন
কলকাতা শেষ আপডেট: ১৩ অগস্ট ২০২১ ২৩:১০
মহম্মদ সিরাজকে অভিনন্দন জানাচ্ছেন বিরাট কোহলী।

মহম্মদ সিরাজকে অভিনন্দন জানাচ্ছেন বিরাট কোহলী। ছবি - টুইটার

শুধু মূল বিষয়গুলি
timer শেষ আপডেট: ১৩ অগস্ট ২০২১ ২৩:০৮ key status

তৃতীয় সেশন ভারতের

জো রুট এখনও ক্রিজে থাকলেও তৃতীয় সেশনের শেষে রোরি বার্নসকে আউট করে ভারতকে স্বস্তি দিলেন মহম্মদ শামি। প্রথম ইনিংসে ৩ উইকেটে ১১৯ রান তুলেছে ইংল্যান্ড। ভারত এখনও ২৪৫ রানে এগিয়ে রয়েছে। প্রথম টেস্টের দুই ইনিংসে ৬৪ ও ১০৯ রান করার পর লর্ডসে ইংরেজ অধিনায়ক ৪৯ রানে অপরাজিত রয়েছেন। 

timer শেষ আপডেট: ১৩ অগস্ট ২০২১ ২২:৪৯ key status

কোহলীর মুখে হাসি ফোটালেন মহম্মদ শামি

লেগ বিফোর হয়ে ব্যক্তিগত ৪৯ রানে ফিরলেন রোরি বার্নস। ১০৮ রানে ৩ উইকেট হারাল ইংল্যান্ড। 

Advertisement
timer শেষ আপডেট: ১৩ অগস্ট ২০২১ ২২:৩৭ key status

ইংল্যান্ডের ১০০

জো রুট ও রোরি বার্নসের ব্যাটের উপর ভর করে পাল্টা জবাব দিচ্ছে ইংল্যান্ড। ৪১ ওভারে ২ উইকেট হারিয়ে ১০৮ রান তুলে নিল ইংরেজরা। ভারত এগিয়ে ২৫৬ রানে। 

timer শেষ আপডেট: ১৩ অগস্ট ২০২১ ২১:৫৩ key status

জুটিতে লুটি

তৃতীয় উইকেটে ৫০ রান যোগ করে ফেললেন জো রুট ও রোরি বার্নস। ৩০ ওভারে ২ উইকেটে ৭৩ রান তুললো ইংল্যান্ড। ভারত এখনও ২৯১ রানে এগিয়ে রয়েছে। 

Advertisement
timer শেষ আপডেট: ১৩ অগস্ট ২০২১ ২১:৩২ key status

ক্রিজে লড়ছেন জো রুট, ডিআরএস নষ্ট করল ভারত

সিরাজের বলে জো রুটের লেগ বিফোরের আবেদন করেছিল ভারত। তবে ডিআরএস নষ্ট। বিরাট কোহলীর হাতে আর মাত্র একটা রিভিউ বাকি। 

ফের রিভিউ নষ্ট। চিন্তায় কোহলীর ভারত। ছবি - টুইটার

ফের রিভিউ নষ্ট। চিন্তায় কোহলীর ভারত। ছবি - টুইটার

timer শেষ আপডেট: ১৩ অগস্ট ২০২১ ২০:৪২ key status

দুই বলে দুই উইকেট, খেলায় ফিরল ভারত

১৪.৩ ওভারে দলকে জোড়া সাফল্য এনে দিলেন সিরাজ। হাসিব হামিদ প্রথম বলেই বোল্ড। ২৩ রানে ২ উইকেট হারিয়ে চাপে ইংল্যান্ড। 

Advertisement
timer শেষ আপডেট: ১৩ অগস্ট ২০২১ ২০:৪১ key status

প্রথম সাফল্য পেল ভারত

ডম সিবলিকে আউট করে ভারতকে প্রথম সাফল্য এনে দিলেন মহম্মদ সিরাজ। ইংল্যান্ড ২৩ রানে ১। 

timer শেষ আপডেট: ১৩ অগস্ট ২০২১ ২০:২৭ key status

দ্বিতীয় সেশনে উইকেট পেল না ভারত

১৪ ওভারে উঠল মাত্র ২৩ রান। তবে দুই ওপেনার রোরি বার্নস ও ডম সিবলি এখনও ক্রিজে রয়েছেন। প্রথম ইনিংসে এখনও ৩৪১ রানে পিছিয়ে সাহেবরা। 

timer শেষ আপডেট: ১৩ অগস্ট ২০২১ ২০:০৬ key status

জোড়া বোলিং চেঞ্জ

অন্যপ্রান্ত থেকে এলেন মহম্মদ সিরাজ। 

timer শেষ আপডেট: ১৩ অগস্ট ২০২১ ২০:০৩ key status

উইকেট পেতে মরিয়া বিরাট কোহলীর ভারত

মহম্মদ শামির হাতে বল তুলে দেওয়া হল। ইংল্যান্ড এখন ১১ ওভারে ১৬ রান। 

timer শেষ আপডেট: ১৩ অগস্ট ২০২১ ১৯:৩৯ key status

উইকেটের খোঁজে বিরাট কোহলীর বোলাররা

দুই ইংরেজ ওপেনার এখনও ক্রিজে রয়েছেন। ধীরেসুস্থে খেলে ৬ ওভারে ১০ রান তুলেছে ইংল্যান্ড। 

timer শেষ আপডেট: ১৩ অগস্ট ২০২১ ১৯:০৯ key status

পুরো ফিট না হলেও জিমির বাজিমাত

৬২ রানে ৫ উইকেট নিয়ে ভারতকে ৩৬৪ রানে আটকে রাখলেন জেমস অ্যান্ডারসন। লর্ডস টেস্ট শুরু হওয়ার আগে চোটের জন্য তাঁর না খেলার সম্ভাবনা ছিল। তবে সবকিছুকে ছাপিয়ে ফের দাপিয়ে বেড়ালেন জিমি। অলি রবিনসন ৭৩ রানে ২ ও মার্ক উড ৯১ রানে ২ উইকেট নিলেন। টিম ইন্ডিয়ার হয়ে সর্বোচ্চ ১২৯ রান করেন কেএল রাহুল। পন্থ ৩৭ রানে আউট হলেও শেষ পর্যন্ত লড়াই করে ৪০ রানে আউট হন জাডেজা। 

timer শেষ আপডেট: ১৩ অগস্ট ২০২১ ১৮:৫৮ key status

৯ উইকেট হারাল ভারত

ফের একবার জ্বলে উঠলেন জেমস অ্যান্ডারসন। যশপ্রীত বুমরা ফিরলেন সাজঘরে। এখনও পর্যন্ত লর্ডস টেস্টে ৬২ রানে ৫ উইকেট নিয়ে ফেলেছেন জিমি। 

timer শেষ আপডেট: ১৩ অগস্ট ২০২১ ১৮:৪৭ key status

ইশান্ত আউট

৩৬২ রানে ৮ উইকেট হারাল ভারত। 

timer শেষ আপডেট: ১৩ অগস্ট ২০২১ ১৮:২৩ key status

ভালই এগোচ্ছে ভারত

প্রথম ইনিংসে ৭ উইকেট হারিয়ে ৩৫০ রান তুলে নিল ভারত। ৩১ রানে ক্রিজে রয়েছেন জাডেজা। তাঁকে সঙ্গ দিচ্ছেন ইশান্ত।  

timer শেষ আপডেট: ১৩ অগস্ট ২০২১ ১৮:১৩ key status

দ্বিতীয় সেশনের খেলা শুরু

স্কোরবর্ডে বড় রান তোলার লক্ষ্যে রবীন্দ্র জাডেজা। 

timer শেষ আপডেট: ১৩ অগস্ট ২০২১ ১৭:৩৮ key status

মধ্যাহ্নভোজের বিরতি

লাঞ্চ পর্যন্ত ৭ উইকেটে ৩৪৬ রান তুলে নিল টিম ইন্ডিয়া। ঋষভ পন্থ ৩৭ রানে আউট হলেও, ইশান্ত শর্মাকে নিয়ে লড়ছেন রবীন্দ্র জাডেজা। জাড্ডু ৩১ রানে ক্রিজে রয়েছেন। 

timer শেষ আপডেট: ১৩ অগস্ট ২০২১ ১৭:০৯ key status

মহম্মদ শামি আউট

প্রথম উইকেট পেলেন মইন আলি। ৩৩৬ রানে ৭ উইকেট হারাল ভারত। 

timer শেষ আপডেট: ১৩ অগস্ট ২০২১ ১৭:০৫ key status

পন্থ আউট

সেট হয়েও মার্ক উডের বাইরে যাওয়া বলে অহেতুক খোঁচা মেরে আউট হলেন ঋষভ পন্থ (৩৭)। ৩৩১ রানে ৬ উইকেট হারাল ভারত।  

timer শেষ আপডেট: ১৩ অগস্ট ২০২১ ১৬:৩২ key status

দলকে এগিয়ে নিয়ে যাচ্ছেন পন্থ

৩০০ রানের গণ্ডী পের করল ভারত। 

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
আরও পড়ুন