ভারতীয় দলের দুই ক্রিকেটার করোনা আক্রান্ত টুইটার
হইহই করে ইউরো কাপ ও উইম্বলডন দেখতে গিয়েছিলেন ভারতীয় দলের ক্রিকেটাররা। ভারতীয় শিবিরে করোনা হানার জন্য সেটাই দায়ী? বোর্ড সচিব জয় শাহর ইঙ্গিত সেটাই।
বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালের পর ২০ দিন ছুটি পেয়েছিলেন ইংল্যান্ড সফররত ভারতীয় দলের ক্রিকেটাররা। ২০ দিন পর জৈব সুরক্ষা বলয়ে ঢোকেন তাঁরা। ইংল্যান্ডে বাড়তে থাকা ডেল্টা প্রজাতির কোভিডের কথা মাথায় রেখে ভারতীয় দলের ২৩ জন ক্রিকেটারকে সতর্ক করে মেল করেছিলেন জয়।
তবে সেই সতর্কবার্তা অগ্রাহ্য করেই ইউরো কাপের ম্যাচে ও উইম্বলডনের সেন্টার কোর্টে খেলা দেখতে দেখা গিয়েছে ক্রিকেটারদের। চিঠিতে জয় লেখেন, কোভিশিল্ড টিকা শুধু নিরাপত্তা দিতে পারে, কিন্তু কোভিড আক্রান্ত হওয়া থেকে পুরোপুরি আটকাতে পারে না।
Good experience watching ⚽️. 🏴 vs pic.twitter.com/LvOYex5svE
— Rishabh Pant (@RishabhPant17) June 30, 2021
ক্রিকেটারদের উইম্বলডন ও ইউরো কাপ দেখতে যাওয়ার ক্ষেত্রেও সতর্ক করেছিলেন জয়। ভারতীয় দলের দুই ক্রিকেটার কোভিড আক্রান্ত হন। এরপর একজন সেরে উঠেছেন। তবে এখনও অসুস্থ আরও এক ক্রিকেটার। ডারহামে অনুষ্ঠিত হতে চলা ভারতের প্রস্তুতি ম্যাচে দলের সঙ্গে যাচ্ছেন না আক্রান্ত ক্রিকেটার।
কিছুদিন আগেই ইংল্যান্ড ও শ্রীলঙ্কার মধ্যে সীমিত ওভারের সিরিজ চলাকালীন আক্রান্ত হন শ্রীলঙ্কার বেশ কিছু ক্রিকেটার। এর জেরে পিছিয়ে যায় ভারত বনাম শ্রীলঙ্কার একদিনের সিরিজ।
এরপর পাকিস্তানের বিরুদ্ধে সিরিজের আগে ইংল্যান্ডের সাত ক্রিকেটার আক্রান্ত হন করোনায়। ফলে ভাঙা দল নিয়েই খেলতে হয়েছে ইংল্যান্ডকে।