আউট হয়ে ফিরছেন বিরাট টুইটার
উইকেটে ছিলেন মাত্র এক বল। ইংল্যান্ডের বিরুদ্ধে প্রথম টেস্টে ব্যাট করতে নেমে প্রথম বলেই আউট হয়ে যান বিরাট কোহলী।
অফ স্টাম্পের বাইরে ফুলার লেংথে বল ফেলেন জেমস অ্যান্ডারসন। বল পড়ার পর সুইং করে বাইরে বেরিয়ে যাচ্ছিল। কোহলী পা বাড়িয়ে ডিফেন্স করতে যান। তিনি হয়ত শেষ মুহূর্তে বল ছাড়তে চেয়েছিলেন। কিন্তু বল ততটাও বাইরে ছিল না। কোহলীর ব্যাটে লেগে বল উইকেটরক্ষক জস বাটলারের হাতে যায়।
ভারত-ইংল্যান্ড সিরিজ মানেই কোহলীর সঙ্গে অ্যান্ডারসনের লড়াই। ২০১৪ সালের সিরিজ অ্যান্ডারসনের ছিল। কোহলীকে চার বার আউট করেছিলেন। ২০১৮ সালে পরের সিরিজে কোহলী রাজত্ব করেছিলেন। পাঁচটি টেস্টে ৫৯৩ রান করেছিলেন তিনি। এ বারের সিরিজে শুরুর লড়াইয়ে এগিয়ে গেলেন ইংরেজ পেসার।
WOWWWW! 🔥@jimmy9 gets Kohli first ball and Trent Bridge is absolutely rocking!
— England Cricket (@englandcricket) August 5, 2021
Scorecard/Clips: https://t.co/5eQO5BWXUp#ENGvIND pic.twitter.com/g06S0e4GN7
এখন দেখার বাকি সিরিজে কোহলী কত তাড়াতাড়ি ফিরে আসতে পারেন। হাড্ডাহাড্ডি লড়াই যে হবে, তার ইঙ্গিত শুরুতেই পাওয়া গেল।