India vs England 2021

টি২০ সিরিজে কোহালিদের সামলাতে নতুন চেহারায় আসছে ইংল্যান্ড দল

বৃহস্পতিবার ১৬ সদস্যের ইংল্যান্ড দল ঘোষিত হয়।

Advertisement
নিজস্ব প্রতিবেদন
শেষ আপডেট: ১১ ফেব্রুয়ারি ২০২১ ২০:৪২
বিশ্বকাপজয়ী মর্গ্যান নেতৃত্ব দেবেন।

বিশ্বকাপজয়ী মর্গ্যান নেতৃত্ব দেবেন। ফাইল ছবি

বিরাট কোহালিদের বিরুদ্ধে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলার জন্য নতুন চেহারার ইংল্যান্ড দল ভারতে আসছে। বৃহস্পতিবার ১৬ সদস্যের ইংল্যান্ড দল ঘোষিত হয়। অইন মর্গ্যানের নেতৃত্বে ইংল্যান্ডের টি-টোয়েন্টি দলে নেই টেস্টের অধিনায়ক জো রুট। ইংল্যান্ড ও ওয়েলস ক্রিকেট বোর্ডের পক্ষ থেকে জানানো হয়েছে, আগামী ২৬ ফেব্রুয়ারি ইংল্যান্ড দল ভারতের উদ্দেশে রওনা হবে।

জো রুট ছাড়াও টেস্ট দলের জেমস অ্যান্ডারসন, ডম বেস, স্টুয়ার্ট ব্রডরা বাদ পড়েছেন। দলে এসেছেন জনি বেয়ারস্টো।

Advertisement

পুরো দল: অইন মর্গ্যান (অধিনায়ক), মইন আলি, জফ্রা আর্চার, জনি বেয়ারস্টো, স্যাম বিলিংস, জস বাটলার, স্যাম কারেন, টম কারেন, ক্রিস জর্ডান, লিয়াম লিভিংস্টোন, দাউইদ মালান, আদিল রশিদ, জেসন রয়, বেন স্টোকস, রিসে টপলি, মার্ক উড।

১২ মার্চ প্রথম টি-টোয়েন্টি ম্যাচ। পরের ম্যাচগুলি ১৪ মার্চ, ১৬ মার্চ, ১৮ মার্চ, ২০ মার্চ। সিরিজের ৫টি ম্যাচই হবে আমদাবাদের মোতেরায়।

Advertisement
আরও পড়ুন