ভারতের জার্সি গায়ে এই ছবি পোস্ট করেন নটরাজন। ছবি: টুইটার থেকে
কাঁধের চোটের কারণে সিরিজের ৪টি ম্যাচে বাইরে বসতে হয়েছে টি নটরাজনকে। পুরোপুরি সুস্থ হওয়ায় পঞ্চম টি২০ ম্যাচে মাঠে নামার সুযোগ থাকছে। তবে ভুবনেশ্বর কুমার, শার্দূল থাকুরদের মধ্যে কাউকে বসাতে চাইবে কি দল? উত্তর পেতে অপেক্ষা করতে হবে শনিবারের টস পর্যন্ত।
পঞ্চম ম্যাচে সুযোগ না পেলেও একদিনের সিরিজে নটরাজনকে দেখা যেতেই পারে। শুক্রবার ভারতের ১৮ জনের যে দল ঘোষণা করেছে বিসিসিআই, তাতে রয়েছেন বাঁহাতি পেসার। যশপ্রীত বুমরা না থাকায় সুযোগ আসতে পারে তাঁর কাছে। ইতিমধ্যেই ভারতের হয়ে সব ধরনের ক্রিকেটেই অভিষেক হয়ে গিয়েছে নটরাজনের। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে একটি একদিনের ম্যাচ খেলেছেন তিনি। সেই ম্যাচে নেন ২ উইকেট।
ভারতের জার্সি গায়ে একটি ছবি পোস্ট করেন নটরাজন। তিনি লেখেন, ‘এমন কাজ বেছে নেওয়া উচিত, যা করতে জীবনে কোনও দিন মনেই হবে না কাজ করছি। উত্তেজিত নীল জার্সিতে ফিরতে পেরে’। দুবাইয়ে আইপিএল ২০২০-তে সানরাইজার্স হায়দরাবাদের হয়ে ১৬টি উইকেট নেন তিনি। নজরে আসেন নির্বাচকদের। অস্ট্রেলিয়া সফরে নেট বোলার হিসেবে জায়গা করে নেন। একাধিক ক্রিকেটার চোট পাওয়ায় সব ধরনের ক্রিকেটে তাঁর অভিষেক ঘটে।
"Choose a job you love and you will never have to work a day in your life" - Thrilled to be back in blue with the boys @BCCI pic.twitter.com/gRQ3C3hZic
— Natarajan (@Natarajan_91) March 19, 2021