India vs England 2021

টি-টোয়েন্টি সিরিজের দল নির্বাচনের আগে নয়া ফিটনেস পরীক্ষায় ব্যর্থ ৬ ভারতীয় ক্রিকেটার

টেস্ট দলে থাকা ক্রিকেটারদের এই পরীক্ষা নেওয়া হয়নি।

Advertisement
নিজস্ব প্রতিবেদন
কলকাতা শেষ আপডেট: ১২ ফেব্রুয়ারি ২০২১ ১৩:১৫
অনুশীলনে ভারতীয় দল।

অনুশীলনে ভারতীয় দল। ছবি: বিসিসিআই

ফিল্ডিং, উইকেটের মাঝের দৌড়ে উন্নতির জন্য ভারতীয় দলে নয়া ফিটনেস পরীক্ষা ২ কিমি দৌড়। ইয়ো ইয়ো পরীক্ষা ছাড়াও, এই নতুন পরীক্ষাতেও পাশ করতে হবে ক্রিকেটারদের দলে সুযোগ পাওয়ার জন্য। ইংল্যান্ডের বিরুদ্ধে টি-টোয়েন্টি, একদিনের দল বেছে নেওয়ার আগে ২০ জন ক্রিকেটারকে নিয়ে প্রথম বার এই পরীক্ষার আয়োজন করা হয়েছিল। সেই পরীক্ষায় পাশ করতে পারেননি সঞ্জু স্যামসন-সহ ৬ ক্রিকেটার। এক সংবাদ মাধ্যম থেকে পাওয়া তথ্য অনুযায়ী স্যামসন ছাড়া এই পরীক্ষায় ফেল করেছেন ঈশান কিষাণ, নীতিশ রানা, রাহুল তেওয়াটিয়া, সিদ্ধার্থ কল এবং জয়দেব উনাদকট।

টেস্ট দলে থাকা ক্রিকেটারদের এই পরীক্ষা নেওয়া হয়নি। ইতিমধ্যেই তাঁরা দলের সঙ্গে নিয়মিত অনুশীলন করছেন, তার পর এই পরীক্ষা তাঁদের আরও ক্লান্ত করে দিতে পারে ভেবেই এ বারের জন্য বাদ রাখা হয়েছে বিরাট কোহালিদের। বোর্ডের তরফে জানানো হয়েছে, “এমন ২০ জন ক্রিকেটারকে পরীক্ষার জন্য বেছে নেওয়া হয়েছিল, যাদের ইংল্যান্ডের বিরুদ্ধে এবং টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য ভাবা হচ্ছে। তাদের মধ্যে ৬ জন পরীক্ষায় পাশ করতে পারেনি। আরও এক বার সুযোগ দেওয়া হবে, কারণ প্রথম বার এমন পরীক্ষার আয়োজন করা হয়েছিল।”

Advertisement

ইয়ো ইয়ো পরীক্ষা যখন প্রথম বার দলে নিয়ে আসা হয়েছিল, সেই সময় মহম্মদ শামির মতো ক্রিকেটাররাও প্রথম বার পাশ করতে পারেননি। সেই দিকে নজর রেখেই আরও এক বার সঞ্জু স্যামসনদের ফের সুযোগ দেওয়া হবে বলে জানিয়েছে বোর্ড। বিরাট, রবি শাস্ত্রীরা এই ২ কিলোমিটার দৌড়ের পরীক্ষাকে বাধ্যতামূলক করার পক্ষপাতী বলে জানা গিয়েছে বোর্ডের সুত্রে।

আরও পড়ুন
Advertisement