James Anderson

India vs England: বল হাতে লর্ডস মাতালেন অ্যান্ডারসন, তৈরি করলেন নতুন নজির

চোটের কারণে দ্বিতীয় টেস্টে তাঁর খেলারই কথা ছিল না। কিন্তু জেমস অ্যান্ডারসন খেলেছেন তো বটেই, দুর্দান্ত বোলিং করে তৈরি করে ফেলেছেন নজিরও।

Advertisement
নিজস্ব প্রতিবেদন
শেষ আপডেট: ১৩ অগস্ট ২০২১ ২১:৪৮
পাঁচ উইকেট পেলেন অ্যান্ডারসন।

পাঁচ উইকেট পেলেন অ্যান্ডারসন। ছবি পিটিআই

চোটের কারণে দ্বিতীয় টেস্টে তাঁর খেলারই কথা ছিল না। কিন্তু জেমস অ্যান্ডারসন খেলেছেন তো বটেই, দুর্দান্ত বোলিং করে তৈরি করে ফেলেছেন নজিরও।

ভারতের বিরুদ্ধে প্রথম ইনিংসে পাঁচ উইকেট নিয়েছেন অ্যান্ডারসন। জোরে বোলার হিসেবে সব থেকে বেশি বয়সে পাঁচ উইকেট নেওয়ার তালিকায় দ্বিতীয় স্থানে চলে এলেন তিনি। গত ৭০ বছরে টেস্টে এত বেশি বয়সে কোনও জোরে বোলার এক ইনিংসে পাঁচ উইকেট পাননি। ৩৯ বছর ১৪ দিন বয়সে এই কীর্তি গড়লেন অ্যান্ডারসন।

Advertisement

জোরে বোলার সব থেকে বেশি বয়সে পাঁচ উইকেট নেওয়ার নজির রয়েছে দক্ষিণ আফ্রিকার জিওফ চাবের। ১৯৫১ সালে ম্যাঞ্চেস্টারে ইংল্যান্ডের বিরুদ্ধে ৪০ বছর ৮৬ দিন বয়সে এক ইনিংসে পাঁচ উইকেট নিয়েছিলেন তিনি।

সব থেকে বেশি বার ইনিংসে পাঁচ উইকেট নেওয়ার তালিকায় ষষ্ঠ স্থানে উঠে এলেন অ্যান্ডারসন। টপকালেন ভারতের রবিচন্দ্রন অশ্বিনকে। এই নিয়ে টেস্টে মোট ৩১ বার ইনিংসে পাঁচ উইকেট পেলেন অ্যান্ডারসন। এর আগেই অনিল কুম্বলেকে টপকে টেস্টে সর্বোচ্চ উইকেটশিকারীর তালিকায় তৃতীয় স্থানে উঠে এসেছেন তিনি।

Advertisement
আরও পড়ুন