Chess Olympiad 2024

দাবা অলিম্পিয়াডে প্রথম হার ভারতের মহিলাদের, ওপেন বিভাগে অপ্রতিরোধ্য অর্জুন, প্রজ্ঞানন্দেরা

দাবা অলিম্পিয়াডে ওপেন এবং মহিলা, দু’বিভাগেই সোনা জয়ের অন্যতম দাবিদার। ওপেন রাউন্ডে অপরাজিত তকমা ধরে রাখতে পারলেও মহিলাদের বিভাগে ছন্দপতন হল ভারতের।

Advertisement
আনন্দবাজার অনলাইন ডেস্ক
কলকাতা শেষ আপডেট: ২০ সেপ্টেম্বর ২০২৪ ১৯:০৪
picture of Chess

দাবা অলিম্পিয়াডে ভারতের পুরুষ দল। ছবি: পিটিআই।

দাবা অলিম্পিয়াডে ওপেন বিভাগে ভারতের জয়ের ধারা অব্যাহত থাকলেও হোঁচট খেতে হল মহিলাদের বিভাগে। অষ্টম রাউন্ডে পোল্যান্ডের কাছে ১.৫-২.৫ ব্যবধানে হেরে গেলেন হারিকা দ্রোনাভাল্লি, বৈশালী রমেশবাবুরা। এই হারের পরও ভারতীয় দল অবশ্য সোনা জয়ের দৌড়ে থাকছে।

Advertisement

পোল্যান্ডের বিরুদ্ধে ছন্দপতন। অষ্টম রাউন্ডের ম্যাচে হেরে গেলেন অভিজ্ঞ হারিকা। হারলেন বৈশালীও। ভাল জায়গায় থেকেও ড্র করলেন বন্তিকা আগরওয়াল। ভারতের পক্ষে জয় পেলেন শুধু দিব্যা দেশমুখ। তাঁর জয়ের সুবাদেই শীর্ষস্থান বজায় রাখল ভারত।

মহিলাদের বিভাগে সোনার লড়াইয়ে ভারতের অন্যতম প্রধান প্রতিপক্ষ পোল্যান্ড। অষ্টম রাউন্ডের শেষে দু’দলেরই ম্যাচ পয়েন্ট ১৪। একটি করে রাউন্ডে হেরেছে উভয় দল। দাবাড়ুদের সংগৃহীত পয়েন্টের নিরিখে কিছুটা এগিয়ে রয়েছে ভারত। পোল্যান্ড রয়েছেন দ্বিতীয় স্থানে। তৃতীয় স্থানে থাকা কাজাখস্তানেরও ম্যাচ পয়েন্ট ১৪। দাবাড়ুদের পয়েন্টের পিছিয়ে তারা। নবম রাউন্ডে ভারতের প্রতিপক্ষ চতুর্থ স্থানে থাকা আমেরিকা। তাদের ম্যাচ পয়েন্ট ১৩।

অন্য দিকে, ওপেন বিভাগে অষ্টম রাউন্ডের পরও একমাত্র অপরাজিত দলের তকমা ধরে রেখেছে ভারত। ইরানকে ৩.৫-০.৫ ব্যবধানে হারিয়েছেন অর্জুন এরিগাইসি, ডি গুকেশ, আর প্রজ্ঞানন্দ, বিদিত গুজরাতিরা। এই বিভাগে পরের রাউন্ডে ভারতের প্রতিপক্ষ গত বারের চ্যাম্পিয়ন উজবেকিস্তান। অষ্টম রাউন্ডের পর ভারতের ম্যাচ পয়েন্ট ১৬। দ্বিতীয় স্থানে থাকা উজবেকিস্তানের ম্যাচ পয়েন্ট ১৪। তৃতীয় স্থানে থাকা হাঙ্গেরিরও সংগ্রহ ১৪ পয়েন্ট।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
আরও পড়ুন
Advertisement