BCCI

ICC T20 World Cup: টি২০ বিশ্বকাপে পাকিস্তানের বিরুদ্ধে নতুন জার্সি পরে নামবেন বিরাট-রোহিতরা

২৪ অক্টোবর নতুন জার্সি পরে প্রথম বার খেলতে নামবেন বিরাট-রোহিত শর্মারা। বাবর আজমদের পাকিস্তানের বিরুদ্ধে খেলতে নামবে ভারত।

Advertisement
নিজস্ব প্রতিবেদন
কলকাতা শেষ আপডেট: ০৮ অক্টোবর ২০২১ ১৭:১৯
বিরাট কোহলী

বিরাট কোহলী ফাইল চিত্র

নতুন জার্সি পরে টি২০ বিশ্বকাপে খেলতে নামবেন বিরাট কোহলীরা। কেমন হবে এই নতুন জার্সি? তা নিয়ে জল্পনা শুরু হয়ে গিয়েছে। যদিও এখনই তা প্রকাশ্যে আসছে না। বুধবার বিরাটদের নতুন জার্সি প্রকাশ করবে বিসিসিআই। নেটমাধ্যমে এই কথা জানিয়েছে ভারতীয় বোর্ড।

২৪ অক্টোবর এই নতুন জার্সি পরে প্রথম বার খেলতে নামবেন বিরাট-রোহিত শর্মারা। বাবর আজমদের পাকিস্তানের বিরুদ্ধে খেলতে নামবে ভারত। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সীমিত ওভারের সিরিজে নতুন জার্সি পরে নেমেছিল ভারত। ১৯৯২ সালের বিশ্বকাপের সময়ের জার্সি নতুন করে তৈরি করা হয়েছিল বিরাটদের জন্য।

Advertisement

এ বার টি২০ বিশ্বকাপেও নতুন ভাবে দেখা যেতে পারে ভারতীয় দলকে। তাদের নতুন ভাবে দেখতে মুখিয়ে রয়েছেন ভারতের ক্রিকেট প্রেমীরা। বিসিসিআই-য়ের টুইট ভাইরাল হয়ে গিয়েছে নেটমাধ্যমে।

আরও পড়ুন
Advertisement