HS Prannoy

বিশ্বচ্যাম্পিয়নশিপে ব্রোঞ্জ জয়ের সুফল, ক্রমতালিকায় জীবনের সেরা জায়গায় প্রণয়

ব্যাডমিন্টনের বিশ্ব ক্রমতালিকায় প্রথম ১০-এ রয়েছেন এক জন ভারতীয়। মহিলাদের ক্রমতালিকায় কেউ নেই। যদিও ক্রমতালিকায় সামান্য এগিয়েছেন সিন্ধু।

Advertisement
আনন্দবাজার অনলাইন ডেস্ক
শেষ আপডেট: ২৯ অগস্ট ২০২৩ ১৯:১১
picture of HS Prannoy

এইচএস প্রণয়। —ফাইল চিত্র।

বিশ্ব ব্যাডমিন্টন চ্যাম্পিয়নশিপের সেমিফাইনালে ওঠার সুফল পেলেন এইচএস প্রণয়। বিশ্ব ক্রমতালিকায় উঠে এলেন জীবনের সেরা জায়গায়। পুরুষদের নতুন ক্রমতালিকায় প্রথম ১০-এ ভারতের এক জন ব্যাডমিন্টন খেলোয়াড় থাকলেও মহিলাদের কেউ নেই।

Advertisement

বিশ্বচ্যাম্পিয়ন হতে পারেননি করলের ৩১ বছরের ব্যাডমিন্টন খেলোয়াড়। তবে কোয়ার্টার ফাইনালে প্রণয় হারিয়েছিলেন বিশ্বের প্রাক্তন এক নম্বর খেলোয়াড় ডেনমার্কের ভিক্টর অ্যাক্সেলসেনকে। সেমিফাইনালে বিশ্বের তিন নম্বর থাইল্যান্ডের কুনলাভুত ভিটিদসার্নের বিরুদ্ধে দাপুটে শুরু করেও শেষ রক্ষা করতে পারেননি। ব্রোঞ্জ নিয়েই সন্তুষ্ট থাকতে হয়েছিল তাঁকে। তবে বিশ্বচ্যাম্পিয়নশিপে ভাল পারফরম্যান্সের সুবাদে উঠে এলেন ক্রমতালিকায় ষষ্ঠ স্থানে। পুরুষদের ক্রমতালিকায় প্রথম ১০-এ প্রণয়ই এক মাত্র ভারতীয়। এর আগে তাঁর সেরা অবস্থান ছিল সাত। গত ডিসেম্বর থেকে তিনি প্রথম ১০-এ জায়গা ধরে রেখেছেন। ভারতের অন্য খেলোয়াড়দের মধ্যে লক্ষ্য সেন এক ধাপ নেমে রয়েছেন ১২ নম্বরে। বিশ্বচ্যাম্পিয়নশিপের প্রথম রাউন্ডে হারলেও ২০ নম্বর জায়গা ধরে রেখেছেন কিদম্বি শ্রীকান্ত।

প্রথম রাউন্ডে হেরেও বিশ্ব ক্রমতালিকায় এক ধাপ এগিয়েছেন প্রাক্তন বিশ্বচ্যাম্পিয়ন পিভি সিন্ধু। দু’বারের অলিম্পিক্স পদকজয়ী ব্যাডমিন্টন খেলোয়াড় নতুন ক্রমতালিকায় ১৪ নম্বরে রয়েছেন। পুরুষদের ডাবলস জুটি সাত্ত্বিকসাইরাজ রঙ্কিরেড্ডি-চিরাগ শেট্টি জুটি বিশ্বচ্যাম্পিয়নশিপের কোয়ার্টার ফাইনালে হারলেও ক্রমতালিকায় দ্বিতীয় স্থানেই রয়েছেন। মহিলা জুটি ত্রিসা জলি এবং গায়েত্রী গোপীচন্দ দু’ধাপ এগিয়ে রয়েছেন ১৭ নম্বরে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
আরও পড়ুন
Advertisement