আরিয়েন রবেন। ফাইল ছবি
মন চাইলেও সায় দিচ্ছেন না শরীর। বাধ্য হয়ে সমস্ত ধরনের ফুটবল থেকে অবসর নিলেন আরিয়েন রবেন। দেশের হয়ে অনেক দিন আগেই তিনি শেষ ম্যাচ খেলে ফেলেছেন। এ বার ক্লাবের হয়েও দেখা যাবে না তাঁকে।
ক্লাব জীবনে চেলসি, রিয়াল মাদ্রিদ, বায়ার্ন মিউনিখে খেলেছেন। বায়ার্নেই জীবনের সোনালি সময় কাটিয়েছেন তিনি। জার্মান ক্লাব ছাড়ার পর নিজের ছোটবেলার ক্লাব গ্রোনিংগেনে ফিরে গিয়েছিলেন। সেখানেও গত মরসুমে চোট-আঘাতে বিস্তর ভুগেছেন। সে কারণেই ফুটবল ছাড়ার সিদ্ধান্ত নিলেন তিনি।
তবে ফুটবল সমর্থকদের মনে রবেন থেকে যাবেন তাঁর সেই ঐতিহাসিক মিসের জন্যেই। ২০১০ বিশ্বকাপ ফাইনালে উঠেছিল তাঁর দেশ নেদারল্যান্ডস। বিপক্ষ দল স্পেনের গোলকিপার ইকের ক্যাসিয়াসকে একা পেয়েও গোল করতে পারেননি তিনি। বিশ্বকাপ জিতে নেয় স্পেন।
অবশ্য চার বছর পর ভুল শুধরে নেন তিনি। ব্রাজিল বিশ্বকাপে স্পেনকে ৫-১ ব্যবধানে বিধ্বস্ত করেছিল নেদারল্যান্ডস। ওই ম্যাচে দু’বার ক্যাসিয়াসকে নাকানি-চোবানি খাইয়ে গোল করেছিলেন রবেন।