Indian Weightlifting

কুস্তির পর ভারোত্তোলনেও যৌন হেনস্থার অভিযোগ কর্তার বিরুদ্ধে, মামলা দায়ের মহিলা ক্রীড়াবিদের

কুস্তির পর ভারতের আরও একটি খেলায় যৌন হেনস্থার অভিযোগ উঠেছে। এক মহিলা ভারোত্তোলক অভিযোগ করেছেন যে, রাজ্য সংস্থার এক প্রাক্তন কর্তা তাঁকে নিগ্রহ করেছেন।

Advertisement
আনন্দবাজার অনলাইন ডেস্ক
শেষ আপডেট: ০৯ ডিসেম্বর ২০২৪ ১০:৩১
sports

ভারোত্তোলনে যৌন হেনস্থার অভিযোগ উঠেছে কর্তার বিরুদ্ধে। —প্রতিনিধিত্বমূলক চিত্র।

কুস্তির পর এ বার ভারোত্তোলন। ভারতের আরও একটি খেলায় কর্তার বিরুদ্ধে যৌন হেনস্থার অভিযোগ উঠেছে। এক মহিলা ভারোত্তোলক অভিযোগ করেছেন যে, রাজ্য সংস্থার এক প্রাক্তন কর্তা তাঁকে নিগ্রহ করেছেন। তাঁর অভিযোগের ভিত্তিতে মামলা দায়ের করেছে পুলিশ।

Advertisement

বিহার ভারোত্তোলন সংস্থার এক প্রাক্তন কর্তার বিরুদ্ধে যৌন হেনস্থার অভিযোগ তুলেছেন এক মহিলা ভারোত্তোলক। তাঁর অভিযোগ, শনিবার বেলা ১টা নাগাদ পটনার পাটলিপুত্র স্পোর্টস কমপ্লেক্সে অনুশীলন করছিলেন তিনি। সেই সময় ওই প্রাক্তন কর্তা সেখানে আসেন। তাঁকে কাজের অছিলায় একটি ঘরে ডেকে পাঠান। সেখানে ওই ভারোত্তোলকের যৌন নিগ্রহ করার চেষ্টা করেন তিনি। কোনও রকমে সেখান থেকে বেরিয়ে যান ওই মহিলা।

কঙ্করবাগ থানায় ওই আধিকারিকের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেছেন ওই মহিলা ভারোত্তোলক। সেখানকার স্টেশন হাউস অফিসার নীরজ কুমার ঠাকুর সংবাদ সংস্থা পিটিআইকে বলেন, “নির্যাতিতার বয়ান আমরা রেকর্ড করেছি। তার ভিত্তিতে মামলা দায়ের করা হয়েছে। ঘটনার তদন্ত চলছে।” তবে এখনও পর্যন্ত অভিযুক্তকে আটক বা গ্রেফতার করেনি পুলিশ।

কর্তার বিরুদ্ধে যৌন নিগ্রহের অভিযোগ ঘিরে এর আগে উত্তাল হয়েছে ভারতীয় কুস্তি। জাতীয় সংস্থার প্রাক্তন সভাপতি ব্রিজভূষণ শরণ সিংহের বিরুদ্ধে যৌন হেনস্থার অভিযোগ করেন কয়েক জন মহিলা কুস্তিগির। ব্রিজভূষণের গ্রেফতারির দাবিতে যন্তর মন্তরে ধর্না দেন বিনেশ ফোগাট, বজরং পুনিয়া, সাক্ষী মালিকদের মতো কুস্তিগিরেরা। দীর্ঘ দিন তাঁদের ধর্নার পর ব্রিজভূষণের বিরুদ্ধে মামলা দায়ের করে দিল্লি পুলিশ। কুস্তি সংস্থার মাথা থেকে পদত্যাগ করেন তিনি।

তার পরেও অভিযোগ কমেনি কুস্তিগিরদের। কারণ, কুস্তি সংস্থার নতুন সভাপতি সঞ্জয় সিংহ ব্রিজভূষণের কাছের লোক। ফলে নেপথ্যে থেকে ভারতীয় কুস্তি সেই ব্রিজভূষণই চালাচ্ছেন বলে অভিযোগ বিনেশদের। এই ঘটনায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর হস্তক্ষেপ দাবি করেছেন কুস্তিগিরেরা। ব্রিজভূষণের মামলা এখনও বিচারাধীন। তবে তাঁর বিরুদ্ধে ওঠা সব অভিযোগ অস্বীকার করেছেন ব্রিজভূষণ। সেই ঘটনার রেশ কাটার আগেই এ বার ভারোত্তোলনেও একই অভিযোগ উঠল।

Advertisement
আরও পড়ুন