আইএসএল কাপ জিতে উল্লাস মোহনবাগানের দুই ফুটবলার জেসন কামিংস (বাঁ দিকে) ও দিমিত্রি পেত্রাতোসের। ছবি: পিটিআই।
শেষ হয়ে গেল এ বারের আইএসএল। জোড়া ট্রফি জিতল মোহনবাগান। লিগ-শিল্ডের পর আইএসএল কাপও জিতল তারা। প্রতিযোগিতা শেষে সেরা ফুটবলার-সহ একাধিক পুরস্কার দেওয়া হল। কে কোন পুরস্কার পেলেন?
ঘরোয়া ফুটবলারদের নিয়ে সেরা কাজ— এই পুরস্কার পেল জামশেদপুর এফসি। সেমিফাইনালে তাদের হারিয়েই ফাইনালে উঠেছিল মোহনবাগান।
যুব ফুটবলারদের নিয়ে সেরা কাজ— এই পুরস্কারও পেয়েছে জামশেদপুর। বোঝাই যাচ্ছে, ভারতীয় ফুটবলারদের নিয়ে এই মরসুমে ভাল কাজ করেছে খালিদ জামিলের দল।
সোনার দস্তানা— বিশাল কাইথ। প্রতিযোগিতায় ১৫টি ম্যাচে গোল খাননি মোহনবাগানের এই গোলরক্ষক। দলের জোড়া ট্রফি জয়ে তাঁর ভূমিকা গুরুত্বপূর্ণ।
সোনার বুট— আলাদিন আজেরাই। চলতি মরসুমে ২৩টি গোল করেছেন নর্থইস্ট ইউনাইটেডের এই ফুটবলার। আইএসএলের ইতিহাসে এক মরসুমে এত গোল কেউ করেননি। যদিও প্লে-অফ থেকেই বিদায় নিতে হয়েছে নর্থইস্টকে।
সেরা নজরকাড়া ফুটবলার— ব্রাইসন ফের্নান্দেস। গোয়ার এই ফুটবলার এ বার আক্রমণে নজর কেড়েছেন। চ্যাম্পিয়ন মোহনবাগানের বিরুদ্ধেও গ্রুপ পর্বের ম্যাচে জোড়া গোল করে দলকে জিতিয়েছিলেন তিনি।
সোনার বল— আলাদিন আজেরাই। মরসুমে ২৩টি গোল করার পাশাপাশি সাতটি গোল করিয়েছেন মরক্কোর এই ফুটবলার। অর্থাৎ, ৩০টি গোলে অবদান রয়েছে তাঁর।