Christiano Ronald

রোনাল্ডো-মেসি দ্বৈরথে ৪.৫ কোটি টাকার টিকিট

এই ম্যাচের টিকিটের দাম শুরু হয়েছিল ৯৮৫,০০০ রিয়াল (প্রায় ২ কোটি ১৪ লক্ষ টাকা) দিয়ে। এখন তা ২ মিলিয়ন (প্রায় ৪ কোটি ৩৫ লক্ষ টাকা) ছাড়িয়ে গিয়েছে। পনেরো লক্ষ ফুটবলপ্রেমী আবেদন জানিয়েছেন খেলা দেখার জন্য।

Advertisement
নিজস্ব প্রতিবেদন
শেষ আপডেট: ১১ জানুয়ারি ২০২৩ ০৭:৩১
আকর্ষণ: মেসি-রোনাল্ডো ফের মুখোমুখি মাঠে। ফাইল চিত্র

আকর্ষণ: মেসি-রোনাল্ডো ফের মুখোমুখি মাঠে। ফাইল চিত্র

কাতারে বিশ্বকাপ শেষ হতে না হতেই ফের ফুটবলে চমক দিতে চলেছে আরব দেশ। ক্রিশ্চিয়ানো রোনাল্ডোকে রেকর্ড অর্থে নিয়ে এসেই সন্তুষ্ট থাকছে না সৌদি আরব। এ বার মেসি বনাম রোনাল্ডো স্বপ্নের দ্বৈরথেরও আয়োজন করে ফেলছে তারা। সৌদি আরবে দুই মহাতারকা খুব শীঘ্রই ফ্রেন্ডলি ম্যাচে মুখোমুখি হতে দেখা যাবে বলে খবর।

বিশাল অর্থে টিকিট বিক্রি হবে বলে ইতিমধ্যেই জল্পনা ছড়িয়েছে। সৌদিতে মেসি বনাম রোনাল্ডো দ্বৈরথের টিকিট ২ মিলিয়ন রিয়ালে (প্রায় সাড়ে চার কোটি টাকা) পৌঁছতে পারে বলে অনুমান করা হচ্ছে। যা সর্বকালীন নজির। এত বেশি দামে কখনও কোনও ফুটবল ম্যাচের টিকিট বিক্রি হয়নি। সৌদি জেনারেল এন্টারটেনমেন্ট অথরিটি (জিইএ) টিকিট বাজারে ছেড়েছে। এবং এ রকমই আকাশছোঁয়া দরের কথা শোনা যাচ্ছে। রোনাল্ডো যে ক্লাবে সই করেছেন সেই আল নাসের এবং অন্য ক্লাব আল হিলালের তারকাদের মিলিয়ে একটি দল তৈরি হবে। তারা মেসি, নেমার, এমবাপের প্যারিস সঁ জরমঁর বিরুদ্ধে প্রীতি ম্যাচে খেলবে। আগামী ১৯ জানুয়ারি রিয়াধের কিং ফাদ স্টেডিয়ামে হবে মেসি বনাম রোনাল্ডো দ্বৈরথ। সদ্য বিশ্বকাপ খেলে আসছেন দুই তারকা, তাই আকর্ষণ তুঙ্গে। মেসি অধরা বিশ্বকাপ জয়ের স্বপ্নপূরণ করেছেন। রোনাল্ডো ম্যাঞ্চেস্টার ইউনাইটেডের পরে দেশের জার্সিতেও বিতর্কে জড়িয়েছেন। শেষ পর্যন্ত পর্তুগালের কোচ ফার্নান্দো স্যান্টোস তাঁকে বসিয়ে দেন।

Advertisement

এই ম্যাচের টিকিটের দাম শুরু হয়েছিল ৯৮৫,০০০ রিয়াল (প্রায় ২ কোটি ১৪ লক্ষ টাকা) দিয়ে। এখন তা ২ মিলিয়ন (প্রায় ৪ কোটি ৩৫ লক্ষ টাকা) ছাড়িয়ে গিয়েছে। পনেরো লক্ষ ফুটবলপ্রেমী আবেদন জানিয়েছেন খেলা দেখার জন্য।

Advertisement
আরও পড়ুন