Chile

ছাদ ভাঙল চিলিতে

চিলির এক সংবাদপত্রে লেখা হয়েছে, বেশ ভাল সংখ্যায় ক্লাব সমর্থকদের দেখা গিয়েছিল সেই ছাদের উপর উঠে হইচই, লাফালাফি করতে। যারই ফলশ্রুতিতে কাঠামো ভেঙে পড়ে।

Advertisement
নিজস্ব প্রতিবেদন
কলকাতা শেষ আপডেট: ০২ অক্টোবর ২০২২ ০৮:৪৮
ভেঙে পড়ল ছাদ।

ভেঙে পড়ল ছাদ। ছবি টুইটার।

চিলির ক্লাব কোলো কোলোর অনুশীলনের সময় আকস্মিক ভেঙে পড়ল স্টেডিয়ামের ছাদ! এই ঘটনা সান্তিয়াগোর। ঘটনায় এই ক্লাবের বেশ কয়েক জন সমর্থক আহত হয়েছেন। গণমাধ্যমে ঘটনার ফুটেজে স্পষ্ট দেখা গিয়েছে যে, ছাদ ভেঙে পড়ার সময় সেখানে শয়ে শয়ে উৎসাহী সমর্থক উপস্থিত ছিলেন।

স্থানীয় জরুরিভিত্তিক সেবা দফতরের কর্মীরা দ্রুত সেখানে উদ্ধারকার্য চালান। চিলির এক সংবাদপত্রে লেখা হয়েছে, বেশ ভাল সংখ্যায় ক্লাব সমর্থকদের দেখা গিয়েছিল সেই ছাদের উপর উঠে হইচই, লাফালাফি করতে। যারই ফলশ্রুতিতে কাঠামো ভেঙে পড়ে।

Advertisement

চিলির এই ক্লাবের ঐতিহ্যই হচ্ছে,কখনও কখনও সমর্থকদের বিপুল উৎসাহের মধ্যে অনুশীলন করার। তাঁদের ভাষায় এটাকে বলা হয়, ‘আরেংগাজ়ো’।সামনে গুরুত্বপূর্ণ কোনও ম্যাচ থাকলেই অনেক সময় এটা করা হয়। রবিবার যেমন কোলো কোলো চিলির ডার্বি ম্যাচ খেলবে ইউনিভার্সিদাদ কাতোলিকার বিরুদ্ধে।

এমনিতে বুধবার কাতোলিকার খেলা ছিল ইউনিভার্সিদাদ দা চিলির সঙ্গে। সেই ম্যাচে ইউনিভার্সিদাদের গোলরক্ষক জখন হন দর্শকদের মাঠে ফেলা আতসবাজিতে।

আরও পড়ুন
Advertisement