India vs Pakistan

পাকিস্তানের বিরুদ্ধে প্রথমার্ধে জোড়া গোল, আন্তর্জাতিক ফুটবলে এখন মেসির পরেই সুনীল

আন্তর্জাতিক ফুটবলে সর্বোচ্চ গোলদাতাদের তালিকায় লিয়োনেল মেসির পরেই চলে এলেন সুনীল ছেত্রী। বুধবার সাফ কাপে পাকিস্তানের বিরুদ্ধে প্রথমার্ধেই দু’টি গোল করলেন তিনি।

Advertisement
আনন্দবাজার অনলাইন ডেস্ক
শেষ আপডেট: ২১ জুন ২০২৩ ২০:২৬
sunil chhetri

সুনীল ছেত্রী। — ফাইল চিত্র

আন্তর্জাতিক ফুটবলে গোলদাতাদের তালিকায় লিয়োনেল মেসির পরেই চলে এলেন সুনীল ছেত্রী। বুধবার সাফ কাপে পাকিস্তানের বিরুদ্ধে প্রথমার্ধেই দু’টি গোল করলেন তিনি। আন্তর্জাতিক ফুটবলে সুনীলের ৮৯টি গোল হয়ে গেল। টপকে গেলেন মালয়েশিয়ার মোক্তার দাহারিকে। এখন মেসির (১০৩) পরেই রয়েছেন তিনি।

পাকিস্তানের বিরুদ্ধে ম্যাচের ১০ মিনিটের মাথায় প্রথম গোল করেন সুনীল। পাকিস্তানের গোলকিপার সাকিব হানিফ একটি ব্যাক পাস পান। বেশ কিছু সময় বলটি নিজের পায়ে রাখেন তিনি। সুনীল সামনে গিয়ে তাঁর উপরে চাপ সৃষ্টি করার চেষ্টা করতে থাকেন। ডান দিকে এক সতীর্থকে পাস দিতে গিয়ে ভুল করেন হানিফ। বলের নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন তিনি। সুনীল বল নিয়ে ফাঁকা জালে ঠেলে দেন।

Advertisement

ছ’মিনিট পরে সুনীল নিজের দ্বিতীয় গোল করেন পেনাল্টি থেকে। বক্সের বাইরে থেকে গোল লক্ষ্য করে শট নিয়েছিলেন অনিরুদ্ধ থাপা। বক্সের মধ্যে সেটি পাকিস্তানের এক ডিফেন্ডারের হাতে লাগে। রেফারি পেনাল্টির নির্দেশ দেন। সুনীল গোলকিপারের ডান দিকে শট মারেন। হানিফ ঠিক দিকে ঝাঁপালেও বলের নাগাল পাননি। সুনীলের গোলের সঙ্গেই উত্তাল হয়ে ওঠে বেঙ্গালুরুর কান্তিরাভা স্টেডিয়ামের গ্যালারি।

আন্তর্জাতিক ফুটবলে সবচেয়ে বেশি গোল রয়েছেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর। তিনি ২০০টি ম্যাচে ১২৩টি গোল করেছেন। এর পর ইরানের আলি দায়ি ১৪৮টি ম্যাচে ১০৯টি গোল করেছেন। তিনে মেসি। ১৭৫ ম্যাচে তাঁর গোল ১০৩। চারে সুনীল। তিনি ১৩৮তম ম্যাচে ৮৯ গোল করেছেন।

আরও পড়ুন
Advertisement