Copa America 2024

বিশ্বকাপের সেরা গোল করা ফুটবলারকেই ছেঁটে ফেলল ব্রাজিল, কোপা আমেরিকায় কারা সুযোগ পেলেন?

কাতার বিশ্বকাপে ব্রাজিলের সর্বোচ্চ গোলদাতা ছিলেন তিনি। প্রতিযোগিতার সবচেয়ে সেরা গোলটি এসেছিল তাঁর পা থেকেই। সেই রিচার্লিসন সুযোগ পেলেন না কোপা আমেরিকার দলে।

Advertisement
আনন্দবাজার অনলাইন ডেস্ক
শেষ আপডেট: ১১ মে ২০২৪ ১৬:২৯
football

ব্রাজিল দল। ছবি: এক্স।

কাতার বিশ্বকাপে ব্রাজিলের সর্বোচ্চ গোলদাতা ছিলেন তিনি। প্রতিযোগিতার সেরা গোলটি এসেছিল তাঁর পা থেকেই। সেই রিচার্লিসন সুযোগ পেলেন না কোপা আমেরিকার দলে। শুক্রবার রাতে দল ঘোষণা হয়েছে। সেখানে নামী অনেকেই সুযোগ পাননি।

Advertisement

রিয়াল মাদ্রিদের হয়ে পাঁচ বার চ্যাম্পিয়ন্স লিগ জয়ী এবং এখন ম্যাঞ্চেস্টার ইউনাইটেডে খেলা ক্যাসেমিরোকে নেওয়া হয়নি। ৩২ বছরের ফুটবলারকে গোটা মরসুম ভুগিয়েছে ফর্ম এবং ফিটনেস। জাতীয় দলের হয়ে ৭৫টি ম্যাচ খেললেও কোপা আমেরিকার দলে তাঁকে নেননি কোচ দোরিভাল জুনিয়র।

এ ছাড়া টটেনহ্যাম হটস্পারে খেলা রিচার্লিসন এ বার সব প্রতিযোগিতা মিলিয়ে ১২টি গোল করেছেন এবং চারটি অ্যাসিস্ট করেছেন। খুব একটা খারাপ ফর্মে ছিলেন না। তবু দোরিভাল তাঁকে রাখেননি। এ ছাড়া আর্সেনালের ফরোয়ার্ড গ্যাব্রিয়েল জেসুস এবং উলভারহ্যাম্পটনের ফরোয়ার্ড ম্যাথিয়াস কুনহাকেও দলে রাখা হয়নি।

২৩ জনের দলে চমক এনড্রিক। জুলাই মাসে ১৮ বছর পূর্ণ হলেই রিয়ালে যোগ দেবেন তিনি। ব্রাজিলের ‘ওয়ান্ডার কিড’ বলা হচ্ছে তাঁকে। দেশের হয়ে চার ম্যাচে দু’টি গোল করা এনড্রিককে রাখা হয়েছে দলে। এ ছাড়া আক্রমণ ভাগে নেতৃত্ব দেবেন ভিনিসিয়াস এবং রদ্রিগো। বড় চোট কাটিয়ে ওঠা সত্ত্বেও ডিফেন্সে থাকছেন এদের মিলিতাও।

ন’বারের কোপা চ্যাম্পিয়ন ব্রাজিল ২৪ জুন প্রথম ম্যাচ খেলবে কোস্টা রিকার বিরুদ্ধে। এর পর ২৮ জুন প্যারাগুয়ে এবং ২ জুলাই কলম্বিয়ার বিরুদ্ধে খেলবে। আমেরিকায় হবে এ বারের কোপা আমেরিকা। ২০ জুন শুরু। শেষ ১৪ জুলাই।

৮ জুন মেক্সিকো এবং ১২ জুন আমেরিকার বিরুদ্ধে প্রস্তুতি ম্যাচ খেলবে ব্রাজিল।

ব্রাজিলের দল: (গোলকিপার) বেন্টো, এদেরসন, অ্যালিসন বেকার; (ডিফেন্ডার) দানিলো, ইয়া কুটো, গিলেরমে আরানা, ওয়েন্ডেল, লুকাস বেরাল্ডো, মিলিতাও, গ্যাব্রিয়েল মাগালহায়েস, মারকুইনহোস; (মিডফিল্ডার) আন্দ্রেয়াস পেরেরা, জোয়াও গোমেস, ব্রুনো গুইমারায়েস, ডগলাস লুইস, লুকাস পাকুয়েতা; (ফরোয়ার্ড) এনড্রিক, এভানিলসন, রদ্রিগো,গ্যাব্রিয়েল মার্তিনেল্লি, রাফিনহা, স্যাভিনহো, ভিনিসিয়াস।

Advertisement
আরও পড়ুন