East Bengal

মহমেডানের দায়িত্বে, তাই ইস্টবেঙ্গলের সহ-সভাপতির পদ ছাড়লেন রাহুল টোডি

ইস্টবেঙ্গল ক্লাবে প্রথমে যোগ দিয়েছিল শ্রাচি গ্রুপ। তারা ক্রিকেটে বিনিয়োগ করেছিল। পরে যোগ দেয় ফুটবলেও। কিন্তু আই লিগ জিতে আইএসএলে ওঠার পর মহমেডানের বিনিয়োগকারী হয় শ্রাচি গ্রুপ।

Advertisement
আনন্দবাজার অনলাইন সংবাদদাতা
শেষ আপডেট: ২০ নভেম্বর ২০২৪ ১৮:২৮
Rahul Todi

রাহুল টোডি। —ফাইল চিত্র।

ইস্টবেঙ্গল ফুটবল ক্লাবের সহ-সভাপতির পদ থেকে ইস্তফা দিলেন রাহুল টোডি। সেই সঙ্গে ইস্তফা দিলেন সহ-সভাপতি তমাল ঘোষও। তাঁদের সংস্থা শ্রাচী গ্রুপ এখন মহমেডানের বিনিয়োগকারী। সেই কারণেই ইস্টবেঙ্গল থেকে পদত্যাগ করলেন তাঁরা।

Advertisement

ইস্টবেঙ্গল ক্লাবে প্রথমে যোগ দিয়েছিল শ্রাচি গ্রুপ। তারা ক্রিকেটে বিনিয়োগ করেছিল। পরে যোগ দেয় ফুটবলেও। কিন্তু আই লিগ জিতে আইএসএলে ওঠার পর মহমেডানের বিনিয়োগকারী হয় শ্রাচি গ্রুপ। সেই সংস্থার ম্যানেজিং ডিরেক্টর রাহুল এবং চেয়ারপার্সন তমাল। ইস্টবেঙ্গল বনাম মহমেডান ম্যাচ দেখতে গিয়েছিলেন রাহুল। শ্রাচি গ্রুপের দুই কর্তা বুধবার এক বিবৃতিতে জানিয়েছেন, মহমেডানে তাঁদের দায়িত্ব বাড়ছে, তাই ইস্টবেঙ্গলের পদ থেকে ইস্তফা দিচ্ছেন তাঁরা।

মহমেডান ক্লাবের চেয়ারম্যান পদে রয়েছেন রাহুল, ডিরেক্টর তমাল। সেই দায়িত্বই তাঁরা পালন করবেন। ইস্টবেঙ্গলের দায়িত্ব ছাড়ার দিনে তাঁরা জানিয়েছেন, লাল-হলুদের দায়িত্বে থাকার সময় প্রচুর ভাল মুহূর্ত কাটিয়েছেন। আগামী দিনে ইস্টবেঙ্গলের উন্নতি কামনা করেছেন তাঁরা। তবে লাল-হলুদের দায়িত্বে আর থাকবেন না শ্রাচি গ্রুপের দুই কর্তা।

Advertisement
আরও পড়ুন