Argentina Football

‘মেসিকে ছুঁলেই ফাউল দিচ্ছে’, আর্জেন্টিনার কাছে হেরে রেফারির উপর ক্ষোভ পেরুর অধিনায়কের

২০২৬ সালের ফুটবল বিশ্বকাপের যোগ্যতা অর্জন পর্বের ম্যাচে হার মেনে নিতে পারছেন না পেরুর অধিনায়ক পাওলো গুরেরো। তাঁর মতে, আর্জেন্টিনার অধিনায়ক লিয়োনেল মেসিকে ম্যাচে বাড়তি সুবিধা করে দিয়েছেন রেফারি।

Advertisement
আনন্দবাজার অনলাইন ডেস্ক
কলকাতা শেষ আপডেট: ২১ নভেম্বর ২০২৪ ১৮:৩৪
Lionel Messi

লিয়োনেল মেসি। —ফাইল চিত্র।

আর্জেন্টিনার বিরুদ্ধে ১-০ গোলে হেরে গিয়েছে পেরু। ২০২৬ সালের ফুটবল বিশ্বকাপের যোগ্যতা অর্জন পর্বের ম্যাচে সেই হার মেনে নিতে পারছেন না পেরুর অধিনায়ক পাওলো গুরেরো। তাঁর মতে, আর্জেন্টিনার অধিনায়ক লিয়োনেল মেসিকে ম্যাচে বাড়তি সুবিধা করে দিয়েছেন রেফারি।

Advertisement

৪০ বছরের গুরেরো ক্ষোভ উগরে দিয়েছেন রেফারির উপর। তিনি বলেন, “রেফারি যদি ম্যাচ হারিয়ে দেয় তা হলে মুশকিল। আর্জেন্টিনার ফুটবলারেরা আমাদের ঠেলছিল, কিন্তু ফাউল দেওয়া হয়নি। কিন্তু মেসির গায়ে একটা আঙুল লাগালেও রেফারি ফাউল দিচ্ছিল।” মেসির সমর্থক সংখ্যা বিরাট। কিন্তু মাঠের মধ্যে তিনি এক জন ফুটবলার। সেখানে বাকিদের থেকে তাঁকে আলাদা করা উচিত নয় বলেই মনে করেন পেরুর অধিনায়ক। তিনি বলেন, “মেসি বলে কেউ কিছু বলছে না। মেসিকে কেউ একটু আটকাল বা ছুঁল তাতেই ফাউল। কিন্তু ওরা আমাদের ঠেলে ফেলে দিলেও ফাউল দেওয়া হয়নি। এমন হলে খেলার স্বাভাবিক ছন্দটা নষ্ট হয়ে যায়। আর্জেন্টিনা বেশির ভাগ সুযোগই তৈরি করেছে সেট পিস থেকে।”

৫৫ মিনিটের মাথায় আর্জেন্টিনার হয়ে গোল করেন লাওতারো মার্তিনেস। তাঁকে গোলের পাসটি বাড়িয়েছিলেন মেসিই। আন্তর্জাতিক ফুটবলে ৫৮তম গোলের পাস বাড়ালেন তিনি। আর্জেন্টিনার বিরুদ্ধে হেরে পেরু লিগ পর্বে সবার শেষেই রইল। প্লে অফ বা সরাসরি যোগ্যতা অর্জন করতে আগামী ম্যাচগুলিতে বেশ পরিশ্রম করতে হবে গুরেরোদের।

আরও পড়ুন
Advertisement