হোসে মোলিনা। —ফাইল চিত্র।
আইএসএল মোহনবাগানের পরবর্তী প্রতিপক্ষ পঞ্জাব এফসি। গোয়া ম্যাচের হারের ধাক্কা কাটিয়ে বৃহস্পতিবার আবার মাঠে নামবে হোসে মোলিনার দল। গ্রেগ স্টুয়ার্টের চোটের পাশাপাশি সবুজ-মেরুন শিবিরের উদ্বেগ বৃদ্ধি করেছে দিমিত্রি পেত্রাতোসের চোট। গোয়ায় খেলতে গিয়ে চোট পেয়েছেন তিনি। অ্যাওয়ে ম্যাচ হলেও মোহনবাগান কোচ অবশ্য বাকি ফুটবলারদের নিয়েই ঘুরে দাঁড়াতে প্রস্তুত।
মঙ্গলবার সাংবাদিকদের মুখোমুখি হয়ে মোলিনা স্বীকার করে নিয়েছেন, পঞ্জাব ম্যাচে তাঁর হাতে বেশি বিকল্প নেই। মোলিনা বলেছেন, ‘‘আমাদের কয়েক জন ফুটবলারের চোট রয়েছে। ফলে বিকল্প কমে গিয়েছে। যারা আছে তাদের নিয়েই খেলতে হবে। সে ভাবেই পরিকল্পনা করা হচ্ছে। মনে হয় না খুব অসুবিধা হবে। আমরা তিন পয়েন্টের লক্ষ্য নিয়ে মাঠে নামব। আশা করি, লক্ষ্যপূরণ করেই মাঠ ছাড়তে পারব।’’
গোয়ার বিরুদ্ধে হারকে খুব বেশি গুরুত্ব দিতে চান না সবুজ-মেরুন কোচ। মোলিনার বক্তব্য, ‘‘বড় প্রতিযোগিতায় এমন হতেই পারে। আগেও আমরা হেরেছিলাম। সেখান থেকে ঘুরে দাঁড়িয়েছিলাম। এ বারও আমাদের ঘুরে দাঁড়াতে হবে। সব সময়ই উন্নতির সুযোগ থাকে। আমাদেরও সব বিভাগে উন্নতির সুযোগ রয়েছে। পাসিং আরও ভাল করতে হবে আমাদের। সবাই চেষ্টা করছি। আগের ম্যাচের ভুলগুলো যাতে আবার না হয়, সে ব্যাপারে আমরা সতর্ক রয়েছি। দল হিসাবে শুধরে নেওয়ার চেষ্টা করেছি।’’
দল আইএসএলের পয়েন্ট টেবিলে শীর্ষে থাকলেও পঞ্জাবকে যথেষ্ট সমীহ করছেন মোহনবাগান কোচ। মোলিনার বক্তব্য, ‘‘পঞ্জাবকে হালকা ভাবে নেওয়ার কোনও প্রশ্নই নেই। বেশ কয়েক জন ভাল ফুটবলার রয়েছে ওদের। কোচও খুব ভাল। দলটা ছন্দে রয়েছে। অনেক দলকেই কড়া চ্যালেঞ্জের মুখে ফেলেছে পঞ্জাব। আমরা সতর্ক।’’ পঞ্জাবের বিরুদ্ধে স্টুয়ার্ট এবং পেত্রাতোসের মতো দুই স্ট্রাইকারকে পাবেন না মোলিনা। এ নিয়ে তাঁর বক্তব্য, ‘‘ওরা আমাদের গুরুত্বপূর্ণ ফুটবলার। ওদের না পাওয়া নিঃসন্দেহে ক্ষতি। তবে আমাদের হাতে বিকল্প রয়েছে। জেসন কামিংস, জেমি ম্যাকলারেন আছে। আরও ফুটবলার আছে। সকলেই খুব ভাল। সকলেই প্রথম একাদশে আসতে পারে। মনে হয় না খুব সমস্যা হবে।’’
মোহনবাগানের প্রাক্তন কোচ শঙ্করলাল চক্রবর্তী এখন পঞ্জাবের সহকারী কোচ। মোহনবাগানের খেলার সঙ্গে পরিচিত। এতে পঞ্জাব বাড়তি সুবিধা পাবে বলে মনে করেন না মোলিনা। তিনি বলেছেন, ‘‘মনে হয় না। সেই দলের সঙ্গে এই দলের অনেক পার্থক্য। আমরা প্রতিপক্ষ নিয়ে বেশি ভাবছি না। নিজেদের শক্তি-দুর্বলতা অনুযায়ী পরিকল্পনা তৈরি করছি। নিজেদের নিয়েই বেশি চিন্তিত আমরা। আমরা নিজেদের সেরাটা দেওয়ার জন্য তৈরি।’’
পঞ্জাবের বিরুদ্ধে সেটপিস এবং দলগত ফুটবলের উপর গুরুত্ব দিচ্ছেন মোলিনা। কোনও এক জন ফুটবলারের উপর তিনি নির্ভর করতে চাইছেন না।