মহমেডান স্পোর্টিং তাঁবু। —ফাইল চিত্র।
অচলাবস্থা অব্যাহত মহমেডান স্পোর্টিং ক্লাবে। বুধবারও অনুশীলন করলেন না ফুটবলারেরা। আগের দিন অনুশীলনে এসেছিলেন পাঁচ জন ফুটবলার। এ দিন সকলে এলেও প্রায় কেউই মাঠে নামেননি। যুবভারতী ক্রীড়াঙ্গনের অনুশীলনের মাঠের পাশে সাজঘরে বসেই সময় কাটিয়ে দিলেন ফুটবলারেরা।
ক্লাব বা বিনিয়োগকারীদের তরফে কেউ সমস্যা সমাধানের আশ্বাস না দেওয়ায় অনুশীলন করেননি মহমেডান ফুটবলারেরা। মিরজালল কাশিমভেরা ভেবেছিলেন, ক্লাব বা বিনিয়োগকারীদের তরফে কেউ এসে তাঁদের সঙ্গে কথা বলবেন। সমস্যা সমাধানের দিশা দেখাবেন। কিন্তু সাদা-কালো কর্তারা এ দিন ফুটবলারদের সঙ্গে কথা বলতে আসেননি। শুধু শ্রাচী স্পোর্টসের এক প্রতিনিধি এসেছিলেন মাঠে। আসেননি আর এক বিনিয়োগকারী বাঙ্কারহিলের কোনও প্রতিনিধিও। বসে থেকে হতাশ ফুটবলারেরা হোটেলে ফিরে যান। মাঝে এক বার ফ্লোরেন্ট ওগিয়ার, জোসেফ অ্যাডজেইয়েরা মাঠে নামলেও বল স্পর্শ করেননি। কাশিমভের মতো পুরনো ফুটবলারেরা নতুনদের বোঝানোর চেষ্টা করছেন। তবে তেমন লাভ হচ্ছে না। বিশেষ করে নতুন বিদেশি ফুটবলারেরা নিজেদের অবস্থানে অনড়।
আগামী রবিবার আইএসএলে মহমেডানের পরবর্তী প্রতিপক্ষ মুম্বই এফসি। তার আগে হয়তো এক দিন অনুশীলন করবেন ফুটবলারেরা। তার পর সব কিছুই অনিশ্চিত। ‘মউ’ অনুযায়ী, ক্লাবের শেয়ার না পেলে নতুন করে বিনিয়োগ করতে রাজি নয় দুই বিনিয়োগকারী সংস্থাই। ‘মউ’য়ের মেয়াদ শেষ হয়ে যাওয়ায় কোনও সংস্থাই বকেয়া মেটানোর দায়ও নিতে চাইছে না। আবার ফুটবলারেরাও বকেয়া বেতন না পেলে মাঠে নামতে নারাজ। মহমেডান কর্তারা সমস্যা মেটানোর চেষ্টা করছেন। দুই সংস্থার কর্তাদের সঙ্গে বৈঠক করেছেন। সব মিলিয়ে আইএসএলের মাঝে অথৈ জলে সাদা-কালো শিবির।