Manuel Neuer

দেশের জার্সি তুলে রাখলেন জার্মান গোলরক্ষক নয়্যার

আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের কথা জানিয়ে দিলেন জার্মানির অন্যতম সেরা গোলকিপার ম্যানুয়াল নয়্যার। বুধবার সমাজমাধ্যমে সেই কথা জানিয়েছেন ৩৮ বছরের তারকা।

Advertisement
নিজস্ব প্রতিবেদন
শেষ আপডেট: ২২ অগস্ট ২০২৪ ০৯:১৬
বিদায়: দেশের হয়ে খেলবেন না গোলকিপার নয়্যার। ফাইল চিত্র

বিদায়: দেশের হয়ে খেলবেন না গোলকিপার নয়্যার। ফাইল চিত্র

আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের কথা জানিয়ে দিলেন জার্মানির অন্যতম সেরা গোলকিপার ম্যানুয়াল নয়্যার। বুধবার সমাজমাধ্যমে সেই কথা জানিয়েছেন ৩৮ বছরের তারকা।

Advertisement

২০১৪ ব্রাজিল বিশ্বকাপে চ্যাম্পিয়ন জার্মানি দলের অন্যতম তারকা সমাজমাধ্যমে লিখেছেন, ‘‘একটা সময়ের পরে এই দিনটা চলেই আসে। সকলেই জানেন, সেই সিদ্ধান্ত নেওয়া কত কঠিন হয়ে পড়ে। আমার কাছেও সেই সিদ্ধান্ত নেওয়া মোটেও সহজ ছিল না।’’

তিনি আরও লিখেছেন, ‘‘শারীরিক ভাবে এই মুহূর্তে যতটা সুস্থ রয়েছি তাতে হয়তো ২০২৬ সালের বিশ্বকাপেও খেলতে পারতাম। কিন্তু তার পরেই মনে হল, আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর নেওয়ার এটাই সেরা সময়। এটা নিয়ে আমার মধ্যে আর কোনও দ্বিধা ছিল না বলেই জাতীয় দলের জার্সি তুলে রাখার সিদ্ধান্ত নিয়ে ফেললাম। এ বার খেলব শুধু বায়ার্ন মিউনিখের হয়ে।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
আরও পড়ুন
Advertisement