Haryana Assembly Election 2024

পছন্দ কে? মুখ্যমন্ত্রী নয়াব সিংহকে পিছনে ফেলে হরিয়ানার মন জিতে নিলেন কংগ্রেসের হুডা

কংগ্রেসের অন্দরে হুডার সম্ভাব্য প্রতিদ্বন্দ্বী হিসাবে প্রাক্তন উপমুখ্যমন্ত্রী রণদীপ সিংহ সুরজেওয়ালা এবং দলিত নেত্রী কুমারী শৈলজার নাম উঠে এসেছে। কিন্তু তাঁদের দু’জনের কেউই এ বার ভোটে লড়েননি।

Advertisement
আনন্দবাজার অনলাইন ডেস্ক
শেষ আপডেট: ০৫ অক্টোবর ২০২৪ ২২:৫৮
(বাঁ দিক থেকে) ভূপেন্দ্র সিংহ হুডা, নয়াব সিংহ সাইনি এবং দুষ্মন্ত চৌটালা।

(বাঁ দিক থেকে) ভূপেন্দ্র সিংহ হুডা, নয়াব সিংহ সাইনি এবং দুষ্মন্ত চৌটালা। গ্রাফিক: আনন্দবাজার অনলাইন।

‘প্রাক্তন’ কি ‘ভবিষ্যৎ’ হতে চলেছেন হরিয়ানায়? শনিবার ভোটপর্ব শেষের পরে বিভিন্ন বুথফেরত সমীক্ষায় কংগ্রেসের জয়ের সম্ভাবনার ইঙ্গিত মিলতেই শুরু হয়েছে এই জল্পনা। সে রাজ্যে সরকার গড়তে পারলে রাহুল গান্ধী-মল্লিকার্জুন খড়্গেরা আবার প্রাক্তন মুখ্যমন্ত্রী ভুপেন্দ্র সিংহ হুডাকেই কুর্সিতে বসাবেন বলে দলের অধিকাংশ নেতাই মনে করছেন।

Advertisement

কংগ্রেসের অন্দরে হুডার সম্ভাব্য প্রতিদ্বন্দ্বী হিসাবে প্রাক্তন উপমুখ্যমন্ত্রী রণদীপ সিংহ সুরজেওয়ালা এবং দলিত নেত্রী কুমারী শৈলজার নাম উঠে এসেছে। কিন্তু তাঁদের দু’জনের কেউই এ বার ভোটে লড়েননি। এই আবহে শনিবার ভোট শেষের পরে বুথফেরত সমীক্ষায় হুডার জনপ্রিয়তা সামনে এসেছে ইন্ডিয়া টুডে-সি ভোটার প্রকাশিত ওই সমীক্ষা জানাচ্ছে, মুখ্যমন্ত্রী হিসাবে হুডাই এখন হরিয়ানার ভোটারদের মধ্যে জনপ্রিয়তম।

ইন্ডিয়া টুডে-সি ভোটার সমীক্ষা জানাচ্ছে, ভোটারদের মধ্যে ৩০.৮ শতাংশ হুডাকে এবং ২২.১ শতাংশ বর্তমান মুখ্যমন্ত্রী, বিজেপি নেতা নয়াব সিংহ সাইনিকে ‘পরবর্তী মুখ্যমন্ত্রী’ হিসাবে চাইছেন। তাৎপর্যপূর্ণ ভাবে সাড়ে ৯ শতাংশ ভোট পেয়ে তৃতীয় স্থানে রয়েছেন হুডার পুত্র তথা রোহটকের কংগ্রেস সাংসদ দীপেন্দ্র সিংহ হুডা। কংগ্রেসের শৈলজাকে ‘পছন্দের মুখ্যমন্ত্রী’ বেছেছেন ৪.৯ শতাংশ হরিয়ানাবাসী। ৪.৫ শতাংশ ভোট পেয়ে পঞ্চম স্থানে রয়েছেন, বিজেপির প্রাক্তন মুখ্যমন্ত্রী মনোহরলাল খট্টর।

প্রসঙ্গত, ইন্ডিয়া টুডে-সি ভোটারের ওই বুথফেরত সমীক্ষা অনুযায়ী হরিয়ানা বিধানসভার ৯০টি আসনের মধ্যে এ বার কংগ্রেসের ৫০-৫৮, বিজেপির ২০-২৮, প্রাক্তন উপমুখ্যমন্ত্রী দুষ্মন্ত চৌটালার জেজেপির ০-২ এবং অন্যদের ঝুলিতে ১০-১৪ আসন যেতে পারে। অন্যদের মধ্যে রয়েছে, প্রাক্তন মুখ্যমন্ত্রী ওমপ্রকাশ চৌটালার ইন্ডিয়ান ন্যাশনাল লোকদল (আইএনএলডি)। ওই সমীক্ষা বলছে, কংগ্রেস ৪৬ শতাংশ, বিজেপি সাড়ে ৩৬ শতাংশ ভোট পেতে পারে। অর্থাৎ, প্রধান প্রতিদ্বন্দ্বী দুই দলের ভোটের ফারাক হতে পারে প্রায় ১০ শতাংশের।

Advertisement
আরও পড়ুন