English Premier League

ম্যান ইউয়ের রুদ্ধশ্বাস জয়, আটকে গেল আর্সেনাল

দু’মিনিটে তাইয়ো আয়োনিয়ি ও চার মিনিটে উইলি বোলির গোলে এগিয়ে যায় নটিংহ্যাম। ১৭ মিনিটে গোল করেন ক্রিশ্চিয়ান এরিকসেন। ৫২ মিনিটে কাসেমিরোর গোলে সমতায় ফেরে ম্যান ইউ।

Advertisement
নিজস্ব প্রতিবেদন
শেষ আপডেট: ২৭ অগস্ট ২০২৩ ০৫:৪৯
Manchester United wins against Nottingham Forest in EPL

ব্রুনো ফার্নান্দেসের ৭৬ মিনিটে পেনাল্টি থেকে গোল জয় নিশ্চিত করে ম্যান ইউ-র। ছবি: সংগৃহীত।

শনিবার রুদ্ধশ্বাস জয় পেল ম্যান ইউ। ০-২ গোলে পিছিয়ে থেকে তারা ৩-২ গোলে হারায় দশজনের নটিংহ্যাম ফরেস্টকে। তবে আটকে গেল আর্সেনাল। ফুলহ্যামের বিরুদ্ধে ২-২ গোলে ম্যাচ শেষ হল তাদের।

Advertisement

ব্রুনো ফার্নান্দেসের ৭৬ মিনিটে পেনাল্টি থেকে গোল জয় নিশ্চিত করে ম্যান ইউ-র। দু’মিনিটে তাইয়ো আয়োনিয়ি ও চার মিনিটে উইলি বোলির গোলে এগিয়ে যায় নটিংহ্যাম। ১৭ মিনিটে গোল করেন ক্রিশ্চিয়ান এরিকসেন। ৫২ মিনিটে কাসেমিরোর গোলে সমতায় ফেরে ম্যান ইউ। ৬৭ মিনিটে নটিংহ্যাম অধিনায়ক জো ওরাল লাল কার্ড দেখেন।

ম্যাচের এক মিনিটে পেরেইরার গোলে এগিয়ে যায় ফুলহ্যাম। ৭০ মিনিটে পেনাল্টি থেকে সমতার গোল বুকায়ো সাকার। আর্সেনালকে এগিয়ে দেন এডি নেকেতিয়া। কিন্তু ৮৭ মিনিটে সমতার গোল হোয়াও পালিনহার।

Advertisement
আরও পড়ুন