English Premier League

তিন গোলে সহজ জয় ম্যান ইউয়ের, শীর্ষেই রয়েছে সালাহদের লিভারপুল

ইপিএলে রবিবার জিতেছে লিভারপুলও। তারা ২-০ হারিয়েছে অ্যাস্টন ভিলাকে। ২০ মিনিটে ১-০ করেন ডারউইন নুনেস। ৮৪ মিনিটে দ্বিতীয় গোল মহম্মদ সালাহ-র।

Advertisement
নিজস্ব প্রতিবেদন
শেষ আপডেট: ১১ নভেম্বর ২০২৪ ০৬:৫৪
উল্লাস: প্রথম গোল করে ব্রুনো ফের্নান্দেস। রবিবার।

উল্লাস: প্রথম গোল করে ব্রুনো ফের্নান্দেস। রবিবার। ছবি: রয়টার্স।

ম্যাঞ্চেস্টার ইউটাইটেডে এখন খুশির হাওয়া। ম্যানেজারের পদ থেকে এরিক টেন হ্যাগের বিদায়ের পরে তারা একের পর এক ম্যাচ জিতছে। রবিবার ওল্ড ট্র্যাফোর্ডে ব্রুনো ফের্নান্দেসরা ৩-০ গোলে হারায় লেস্টার সিটিকে। অধিনায়ক ব্রুনোর গোলে ১৭ মিনিটে ১-০ হয়। দ্বিতীয় গোল আত্মঘাতী, ভিক্টর ক্রিশ্চিয়ানসেনের সৌজন্যে। ৮২ মিনিটে ৩-০ করেন আলেজান্দ্রো গারানাচো। জিতে রেড ডেভিলস টেবলে ১৩ নম্বরে। পয়েন্ট ১৫।

Advertisement

ইপিএলে রবিবার জিতেছে লিভারপুলও। তারা ২-০ হারিয়েছে অ্যাস্টন ভিলাকে। ২০ মিনিটে ১-০ করেন ডারউইন নুনেস। ৮৪ মিনিটে দ্বিতীয় গোল মহম্মদ সালাহ-র। রবিবার অঘটনও আছে। টটেনহ্যাম ১-২ হেরেছে ইপসউইচ টাউনের কাছে। এমনিতে লিভারপুলই এখন পয়েন্ট টেবলে শীর্ষে। ১১ ম্যাচের ন’টাই জিতে। পয়েন্ট ২৫। দ্বিতীয় ম্যান সিটির থেকে সালাহরা ৫ পয়েন্টে এগিয়ে তারা।

পয়েন্ট টেবলে পিছিয়ে পড়লেও ম্যান ইউ যে ভাবে ছন্দে ফিরেছে, তা নিয়েই চলছে চর্চা। লেস্টারের বিরুদ্ধে আগাগোড়া তাদের প্রাধান্য ছিল। ইউরোপা লিগে গ্রিসের ক্লাবের বিরুদ্ধে ২-০ জিতে এ দিন নেমেছিল তারা। যে ম্যাচে দু’টি গোল করেন আমাদ। রবিবার তিনি প্রথম থেকেই খেললেন। এবং ব্রুনোর সঙ্গে জুটিতে বারবার আক্রমণে ঝড়ও তুললেন। ব্রুনোর প্রথম গোলও অসাধারণ একটা ব্যাকহিল থেকে পাস পেয়ে। সুযোগসন্ধানী গারনাচোর তৃতীয় গোলেই তিন পয়েন্ট নিশ্চিত হয়ে যায়।

নভেম্বরে আন্তর্জাতিক বিরতির পরে ম্যান ইউর দায়িত্ব নেবেন স্পোর্টিং লিসবনের কোচ খুবেন আমোরিম। তবে অন্তর্বর্তীকালীন ম্যানেজার রুদ ফান নিস্তেলরুই যে ভাবে ম্যান ইউ-কে জেতাচ্ছেন, তাতে তাঁর নতুন ম্যানেজারের সঙ্গে থেকে যাওয়ার সম্ভাবনা প্রবল। ব্রিটিশ সংবাদমাধ্যমের খবর, ফুটবলাররাও সেটাই চাইছেন।

Advertisement
আরও পড়ুন