দিমিত্রি পেত্রাতোস। —ফাইল চিত্র।
ইস্টবেঙ্গলকে ২-০ ব্যবধানে হারাল মোহনবাগান।
পেনাল্টি থেকে গোল করলেন পেত্রাতোস। ২-০ ব্যবধানে এগিয়ে মোহনবাগান।
বক্সের মধ্যে পেত্রাতোসকে ফাউল প্রভসুখনের।
৭৫ মিনিট খেলা শেষ। এখনও ১-০ ব্যবধানে এগিয়ে মোহনবাগান। ছন্নছাড়া ফুটবল ইস্টবেঙ্গলের।
নন্দকুমার এবং রাকিপের জায়গায় নামলেন জেসিন, চুংনুঙ্গা।
ম্যাকলারেনকে তুলে পোত্রাতোসকে নামাল সবুজ-মেরুন।
ক্লেটনের পরিবর্তে দিয়ামানতাকোসকে নামাল ইস্টবেঙ্গল।
লিস্টনের ক্রস বক্সে ধরতে পারলেন না ম্যাকলারেন, সুযোগ কাজে লাগাতে পারলেন না মনবীরও
লালচুংনুঙ্গার পরিবর্তে নামলেন বিষ্ণু।
ম্যাকলারেনের গোলে ১-০ ব্যবধানে এগিয়ে মোহনবাগান।
৪১ মিনিটে এগিয়ে গেল মোহনবাগান, গোল করলেন ম্যাকলারেন
গোলের সহজ সুযোগ নষ্ট করলেন লিস্টন।
বক্সের মাথা থেকে তালালের শট বাইরে গেল।
অফসাইডের জন্য বাতিল মোহনবাগানের গোল। লিস্টনের ক্রসে মাথা ছুঁইয়ে গোল করেছিলেন মনবীর।
ইস্টবেঙ্গল গোলরক্ষক প্রভসুখনকে একা পেয়েও গোল করতে পারলেন না স্টুয়ার্ট।
মোহনবাগান বক্সে ভাল জায়গায় বল পেয়েছিলেন ক্লেটন। গোল করতে পারলেন না ব্রাজিলীয় স্ট্রাইকার।
কলকাতা ডার্বির প্রথম ১০ মিনিট দাপট মোহনবাগান ফুটবলারদের। কিছুটা মন্থর ইস্টবেঙ্গল।
ইস্টবেঙ্গল বেঞ্চে নতুন কোচ ব্রুজ়ো (এক দম বাঁদিকে)। ছবি: এক্স।
৩ মিনিটের মাথায় গোলের সুযোগ নষ্ট মোহনবাগানের। সৌভিক চক্রবর্তী বল নিয়ে ইস্টবেঙ্গল বক্সে উঠলেও কোনও সতীর্থকে পেলেন না।