Lionel Messi

ইন্টার মায়ামির হয়ে মেসির আত্মপ্রকাশ কবে, জানা গেল সেই তারিখ, থাকছে বিনোদনের ব্যবস্থা

ইন্টার মায়ামির হয়ে কবে লিয়োনেল মেসির অভিষেক হতে পারে তা আগেই জানা গিয়েছিল। এ বার জানা গেল মায়ামির ফুটবলার হিসাবে আনুষ্ঠানিক ভাবে আর্জেন্টিনার ফুটবলারের উন্মোচনের তারিখও।

Advertisement
আনন্দবাজার অনলাইন ডেস্ক
শেষ আপডেট: ০৮ জুলাই ২০২৩ ১৭:৫৮
messi

লিয়োনেল মেসি। — ফাইল চিত্র

নতুন ক্লাব ইন্টার মায়ামির হয়ে কবে লিয়োনেল মেসির অভিষেক হতে পারে তা আগেই জানা গিয়েছিল। এ বার জানা গেল মায়ামির ফুটবলার হিসাবে আনুষ্ঠানিক ভাবে আর্জেন্টিনার ফুটবলারের উন্মোচনের তারিখও। আমেরিকার একাধিক সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, আগামী ১৬ জুলাই আনুষ্ঠানিক ভাবে মায়ামির নতুন ফুটবলার হিসাবে সমর্থকদের সামনে আনা হবে মেসিকে। ভারতীয় সময় গভীর রাতে সেই অনুষ্ঠান হবে।

মেসির উন্মোচনকে কেন্দ্র করে জমকালো পরিকল্পনা করেছে মায়ামি। বিনোদনের প্রচুর ব্যবস্থা থাকছে। মেসি মাঠের মাঝে এসে বক্তৃতা দেবেন। কথাও বলতে পারেন সমর্থকদের সঙ্গে। আরও অনেক পরিকল্পনা থাকছে। মেসি একাই নন, বার্সেলোনায় তাঁর দুই প্রাক্তন সতীর্থ সের্জিয়ো বুস্কেৎস এবং জর্ডি আলবাকেও হাজির করানো হতে পারে নতুন ফুটবলার হিসাবে। আমেরিকার এক সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, মায়ামির তরফে চেষ্টা করানো হচ্ছে রিয়াল মাদ্রিদের প্রাক্তন ফুটবলার এডেন অ্যাজারকে সই করানোর।

Advertisement

মেসিকে সই করানোর পর থেকেই মায়ামির তরফে আর নতুন কোনও ঘোষণা করা হচ্ছে না। ক্লাবের অন্যতম মালিক জর্জ মাস আগেই জানিয়েছিলেন, ২১ জুলাই ক্রুজ আজুলের বিরুদ্ধে লিগ কাপের ম্যাচে মেসির অভিষেক হবে। গত মাসে মেসির জন্মদিনে শুভেচ্ছাও জানায় মায়ামি। কিন্তু কবে মেসিকে উন্মোচন করা হবে সে বিষয়ে জানানো হয়নি।

মেসি যোগ দেওয়ার ২৪ ঘণ্টার মধ্যে ইনস্টাগ্রামে মায়ামির ফলোয়ার সংখ্যা ৫০ লক্ষ বেড়ে যায়। এখন তাদের ফলোয়ার সংখ্যা ৯০ লক্ষ। শুধু তাই নয়, মেসির বাড়ি যেখানে, সেই ফ্লোরিডা থেকে ১৬০৯ কিলোমিটার দূরে নিউ ইয়র্কে উত্তেজনা বাড়ছে। সেখানকার এক নামী ক্রীড়াসরঞ্জাম বিপণীতে বিক্রি বেড়ে গিয়েছে। মেসির ছবি চারদিকে।

Advertisement
আরও পড়ুন