Juan Ferrando

Juan Ferrando: যুব দলও বাছবেন জুয়ান

বিদায় নিলেন আইএফএ সচিব: আগেই জানিয়ে দিয়েছিলেন ১৫ জুনের পরে তিনি আইএফএ সচিবের পদ থেকে সরে দাঁড়াবেন।

Advertisement
নিজস্ব সংবাদদাতা
শেষ আপডেট: ১৭ জুন ২০২২ ০৮:১০

ফাইল চিত্র।

সিনিয়র দলের পাশাপাশি এ বার এটিকে-মোহনবাগানের যুব দল নির্বাচনেও দায়িত্বে থাকছেন লিস্টন কোলাসোদের স্পেনীয় কোচ জুয়ান ফেরান্দো। তার জন্য ২০ জুন থেকে যুবভারতীতে শুরু হবে সবুজ-মেরুনের তিনটি বয়সভিত্তিক দলের প্রাথমিক নির্বাচন। ফেরান্দোর সহকারীরা এই প্রাথমিক দল নির্বাচন করলেও চূড়ান্ত দল নির্বাচন করবেন ফেরান্দোই। বৃহস্পতিবার এই খবর জানানো হয়েছে এটিকে-মোহনবাগানের তরফে। অতীতে, কিয়ান নাসিরি, সুমিত রাঠি, ফারদিন আলি মোল্লারা এটিকে-মোহনবাগানের যুব দল থেকে উঠে এসে সিনিয়র দলে সাফল্যের সঙ্গে খেলেছেন। আরও নতুন ফুটবলার তুলে আনার জন্যই এই উদ্যোগ এটিকে-মোহনবাগানের এই স্পেনীয় কোচের।

বিদায় নিলেন আইএফএ সচিব: আগেই জানিয়ে দিয়েছিলেন ১৫ জুনের পরে তিনি আইএফএ সচিবের পদ থেকে সরে দাঁড়াবেন। সেই মতো, সরকারী ভাবে আইএফএ থেকে বিদায় নিলেন সেই সচিব জয়দীপ মুখোপাধ্যায়। জানিয়েছেন, ‘‘ অনেকের অনুরোধ রাখা গেল না।’’

Advertisement

সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তেফলো করুন আমাদের Google News, Twitter এবং Instagram পেজ

Advertisement
আরও পড়ুন