SAFF Cup Women 2024

পাকিস্তানকে চূর্ণ করে যাত্রা শুরু ভারতের 

নেপালের কাঠমান্ডুতে বৃহস্পতিবার ম্যাচের শুরু থেকেই ভারতীয় দলের আক্রমণের ঝড়ে বিপর্যস্ত হয়ে পড়ে পাকিস্তান। পাঁচ মিনিটের মধ্যেই ১-০ করেন গ্রেস।

Advertisement
নিজস্ব সংবাদদাতা
কলকাতা শেষ আপডেট: ১৮ অক্টোবর ২০২৪ ০৯:৫০
মধ্যমণি: গ্রেসকে নিয়ে উল্লাস সতীর্থদের।

মধ্যমণি: গ্রেসকে নিয়ে উল্লাস সতীর্থদের। এআইএফএফ।

পাকিস্তানকে ৫-২ গোলে উড়িয়ে দিয়েই মেয়েদের সাফ চ্যাম্পিয়নশিপ ফুটবলে অভিযান শুরু করল ভারত। জোড়া গোল করেন গ্রেস ডাংমেই।

Advertisement

নেপালের কাঠমান্ডুতে বৃহস্পতিবার ম্যাচের শুরু থেকেই ভারতীয় দলের আক্রমণের ঝড়ে বিপর্যস্ত হয়ে পড়ে পাকিস্তান। পাঁচ মিনিটের মধ্যেই ১-০ করেন গ্রেস। ১৭ মিনিটে বালা দেবীর পাস থেকে ব্যবধান বাড়ান মনীষা। ৩৫ মিনিটে নিজেই গোল করেন বালা। ভারতীয় দলের হয়ে ৫০তম গোলও করলেন তিনি। ম্যাচের ৪২ মিনিটে ভারতকে ৪-০ এগিয়ে দেন গ্রেস। প্রথমার্ধের সংযুক্ত সময়ে (৪৫+২ মিনিট) পাকিস্তানের হয়ে ব্যবধান কমান সুহা হিরানি।

দ্বিতীয়ার্ধে ঘুরে দাঁড়াতে মরিয়া হয়ে ঝাঁপিয়েছিল পাকিস্তান। খেলা শুরু হওয়ার দু’মিনিটের মধ্যে ২-৪ করেন কায়লা সিদ্দিকি। কিন্তু শেষরক্ষা হল না। ৭৮ মিনিটে ভারতকে ৫-২ এগিয়ে দেন জ্যোতি চৌহান।

ম্যাচের পরে বালা বলেছেন, ‘‘জাতীয় দলের হয়ে ৫০তম গোল করে দারুণ আনন্দ হচ্ছে। আট মাস আগে প্রয়াত আমার বাবাকেই এই গোল উৎসর্গ করছি।’’ যোগ করেন, ‘‘চোটের কারণে দীর্ঘ দিন ভারতীয় দলের বাইরে ছিলাম। তাই আবেগপ্রবণ হয়ে পড়েছিলাম।’’ ভারতের পরের ম্যাচ বাংলাদেশের বিরুদ্ধে ২৩ অক্টোবর।

আরও পড়ুন
Advertisement