Lionel Messi

মা নন, স্ত্রীও নন, বিশ্বকাপ জিতেই অন্য এক মহিলাকে জড়িয়ে ধরেন মেসি, কে তিনি?

সতীর্থদের সঙ্গে আনন্দ করার ফাঁকেই এক মহিলাকে জড়িয়ে ধরেন লিয়োনেল মেসি। তাঁর কানে কানে কিছু কথাও বলেন। সেই মহিলার পরিচয় অবশেষে প্রকাশ্যে এল।

Advertisement
নিজস্ব প্রতিবেদন
শেষ আপডেট: ২১ ডিসেম্বর ২০২২ ১১:৩৬
বিশ্বকাপ জিতে কাকে জড়িয়ে ধরেছিলেন মেসি?

বিশ্বকাপ জিতে কাকে জড়িয়ে ধরেছিলেন মেসি? ফাইল ছবি

রবিবার আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ের পরেই দেখা যায় একটি অভিনব দৃশ্য। সতীর্থদের সঙ্গে আনন্দ করার ফাঁকেই এক মহিলাকে জড়িয়ে ধরেন লিয়োনেল মেসি। তাঁর কানে কানে কিছু কথাও বলেন। অনেকেই মনে করেছিলেন তিনি মেসির মা। তার পাল্টা অনেকে বলেন, তিনি মেসির পরিবারের এক সদস্য। অনেকে সেটাও মানতে চাননি। তা হলে তিনি কে?

ফাইনালের দু’দিন পরে অবশেষে সেই মহিলার পরিচয় প্রকাশ্যে এসেছে। যে ভাবে মেসি ওই মহিলাকে জড়িয়ে ধরেছিলেন, তাতে মনেই হচ্ছিল তিনি মেসির পরিবারের কেউ। তবে এখন জানা গিয়েছে, সেই মহিলা আর্জেন্টিনা দলের রাঁধুনি। নাম আন্তোনিয়া ফারিয়াস। আর্জেন্টিনা ফুটবল সংস্থায় কর্মরত তিনি।

Advertisement

মেসিরা জেতার পরেই আর্জেন্টিনার জার্সি পরে নেমে এসেছিলেন তিনি। সামনে থাকা কিছু ফুটবলাররা অভিবাদন জানানোর পরেই তিনি চলে যান মেসির দিকে। মেসি তাঁকে দেখতে পেয়ে জড়িয়ে ধরেন। গত বছর কোপা আমেরিকা এবং ফাইনালিসিমাতেও আর্জেন্টিনার দলে ছিলেন ফারিয়াস। তাঁর আগে রাশিয়া বিশ্বকাপেও তিনি দলের রাঁধুনি হিসাবে নিযুক্ত ছিলেন।

আর্জেন্টিনার সংবাদমাধ্যম জানিয়েছে, ফারিয়াস দলে ব্যাপক জনপ্রিয়। শুধুমাত্র রান্নার জন্যেই নয়, দলের সবাইকে হাসি-মজায় সর্ব ক্ষণ মাতিয়ে রাখতে পারেন। রাশিয়া বিশ্বকাপে ফারিয়াসের জন্মদিনে মেসিরা কেক এনে উচ্ছ্বাসপ্রকাশ করেছিলেন।

মেসির সঙ্গে ফারিয়াস (মাঝে)।

মেসির সঙ্গে ফারিয়াস (মাঝে)। ছবি: টুইটার

ফারিয়াসের সঙ্গে উচ্ছ্বাসের ফাঁকেই মেসির স্ত্রী আন্তোনেল্লা রোকুজো সন্তানদের নিয়ে মাঠে চলে আসেন। স্ত্রী-কে দেখতে পেয়ে মেসি জড়িয়ে ধরেন। ট্রফি হাতে পাওয়ার পর স্ত্রী-সন্তানদের নিয়ে অনেক ক্ষণ মাঠে বসে গল্প করেন তিনি। তবে বিখ্যাত রাঁধুনি সল্ট বে-র মাঠে উপস্থিতি একেবারেই পছন্দ করেননি তিনি।

Advertisement
আরও পড়ুন