Qatar World Cup 2022

বিশ্বকাপে নেই, স্বপ্নভঙ্গের ধাক্কা সামলে নীরবতা ভাঙলেন মেসি, নেমার, এমব্যাপের সতীর্থ

কাতারে পঞ্চম বিশ্বকাপ খেলতে চেয়েছিলেন। দলে সুযোগ না পাওয়ায় বাড়িতে বসেই বিশ্বকাপ দেখবেন প্যারিস সঁ জঁয়ের ডিফেন্ডার। আবার জাতীয় দলে ফিরে আসার ব্যাপারে আত্মবিশ্বাসী তিনি।

Advertisement
নিজস্ব প্রতিবেদন
শেষ আপডেট: ১৫ নভেম্বর ২০২২ ২২:০৪
কাতারে পঞ্চম বিশ্বকাপ খেলতে চেয়েছিলেন স্পেনের অভিজ্ঞ ডিফেন্ডার।

কাতারে পঞ্চম বিশ্বকাপ খেলতে চেয়েছিলেন স্পেনের অভিজ্ঞ ডিফেন্ডার। ছবি: টুইটার।

স্বপ্ন ছিল কাতারে ফুটবলজীবনের শেষ বিশ্বকাপ খেলবেন। কিন্তু কাতারগামী স্পেন দলেই জায়গা পাননি। সুযোগ না পেয়ে মানসিক ভাবে ভেঙে পড়েছিলেন সার্জিয়ো র‌্যামোস। ধাক্কা সামলে মুখ খুললেন অভিজ্ঞ ডিফেন্ডার।

ক্লাব ফুটবলে লিওনেল মেসি, নেমার, কিলিয়ন এমব্যাপেদের সতীর্থকে দেখা যাবে না কাতারে। কোচ লুই এনরিককে পারফরম্যান্সে সন্তুষ্ট করতে পারেননি। ফলত পঞ্চম বিশ্বকাপ খেলা হচ্ছে না তাঁর। প্যারিস সঁ জঁ-র ফুটবলার বলেছেন নিজের স্বপ্নভঙ্গের কথা। র‌্যামোস বলেছেন, ‘‘আমার শেষ মরসুমটা ভাল যায়নি। নতুন ক্লাব, নতুন শহরের সঙ্গে মানিয়ে নিতে সময় লেগেছে। ভুগিয়ে চোট। নিজেকে মাঠে ফেরাতে সব রকম ভাবে চেষ্টা করেছি। নিজের লক্ষ্য স্থির করে এগিয়েছি।’’

Advertisement

গত মরসুম ভাল না গেলেও চলতি মরসুমে ছন্দে রয়েছেন র‌্যামোস। তবু জায়গা হয়নি বিশ্বকাপের দলে। স্প্যানিশ ফুটবলার বলেছেন, ‘‘চলতি মরসুমে আবার নিজের ছন্দে খেলছি। ফুটবল আগের মতোই উপভোগ করছি। প্যারিসের মতো বড় শহরের একটা বড় ক্লাবের হয়ে খেলছি। আরও একটা বিশ্বকাপ খেলার স্বপ্ন ছিল। ভীষণ ভাবে খেলতে চেয়েছিলাম। কাতারে আমার পঞ্চম বিশ্বকাপ হত। কিন্তু দুর্ভাগ্যজনক হল, বিশ্বকাপটা আমায় বাড়িতে বসেই দেখতে হবে।’’

বিশ্বকাপের দলে সুযোগ না পেয়ে কেমন লাগছে? র‌্যামোস বলেছেন, ‘‘কঠিন। খুব হতাশ লাগছে। জানি সূর্য সকালে ঠিক উঠবে। নিজের কিছুই পরিবর্তন করতে চাই না। মানসিকতা বা পছন্দ কিছুই পরিবর্তন করব না। দায়বদ্ধতাও থাকবে আগের মতোই। পরিশ্রম, একাগ্রতা— সব। ২৪ ঘণ্টা ফুটবল নিয়েই ভাবব। এখন এটাই আমার অনুভূতি।’’

কঠিন সময়ে যাঁরা পাশে ছিলেন, যাঁরা এখন পাশে আছেন, তাঁদের কৃতজ্ঞতা, ধন্যবাদ জানিয়েছেন চারটি বিশ্বকাপে স্পেনের প্রতিনিধিত্ব করা ফুটবলার। দলকে বিশ্বকাপের জন্য শুভেচ্ছা জানিয়ে আশা প্রকাশ করেছেন, আবার জাতীয় দলের জার্সি গায়ে মাঠে নামতে পারবেন।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
আরও পড়ুন
Advertisement