আবেগপ্রবণ রোনাল্ডো। ছবি: রয়টার্স
পঞ্চম বার বিশ্বকাপ খেলতে নামলেন তিনি। আর হয়তো কোনও দিন বিশ্বকাপে দেখা যাবে না তাঁকে। কাতার বিশ্বকাপের প্রথম ম্যাচ খেলতে নামার আগে স্বভাবতই আবেগপ্রবণ রোনাল্ডো। জাতীয় সঙ্গীত গাওয়ার সময় কেঁদে ফেললেন। ছলছল করে উঠল চোখ। ক্যামেরা জুম করে দেখাল তাঁকে। পরিষ্কার বোঝা যাচ্ছিল, অনেক কষ্টে আবেগ নিয়ন্ত্রণের চেষ্টা করছেন তিনি। কিন্তু পুরোপুরি পারছেন না।
ঘানার বিরুদ্ধে ম্যাচে রোনাল্ডোই দলের নেতা। ফলে সবার আগে এগিয়ে এলেন তিনি। পিছু পিছু বাকি ফুটবলাররা। ইস্পাতকঠিন দেখাচ্ছিল রোনাল্ডোর মুখ। ভাল কিছু করার ব্যাপারে প্রতিজ্ঞাবদ্ধ। জাতীয় সঙ্গীতের সময় বিড়বিড় করে উঠল ঠোঁট। শেষ পর্যায়ে চোখে এসে গেল জল। আর আটকাতে পারলেন না নিজেকে। কিন্তু পেশাদার ফুটবলার তিনি। পর ক্ষণেই সামলে নিলেন নিজেকে। নিজস্ব ছন্দে ফিরলেন দ্রুতই।
Tears of happiness as Ronaldo realizes he never has to hear the Europa League anthem pic.twitter.com/aAVavkAPv0
— Xav Salazar (@XavsFutbol) November 24, 2022
পর্তুগাল-ঘানা ম্যাচের চতুর্থ রেফারি স্টেফানি ফ্র্যাপার্ট। তাঁর সঙ্গে কথা বললেন। আলাদা করে ছবি তুললেন। সতীর্থ এবং সমর্থকদের তাতিয়ে দিলেন ম্যাচের আগেই। চেষ্টা করছিলেন যথাসম্ভব স্বাভাবিক থাকার। গত কয়েক দিনে তাঁর উপর দিয়ে অনেক ঝড় বয়ে গিয়েছে। সে সবের কোনও চিহ্ন অন্তত তাঁর মুখ দেখে বোঝা যাচ্ছিল না।