বিশ্বকাপে গোলের বিচারে মারাদোনাকে টপকে গেলেন মেসি। ছবি: রয়টার্স
শনিবার পেশাদার ফুটবলজীবনের ১০০০তম ম্যাচ খেলে ফেললেন লিয়োনেল মেসি। দিনটা স্মরণীয় করে রাখলেন অস্ট্রেলিয়ার বিরুদ্ধে গোল করে আর্জেন্টিনাকে কাতার বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে তুলে। প্রথমার্ধে সামান্য সুযোগ পেয়েই সেটাকে কাজে লাগান মেসি। অস্ট্রেলিয়ার তিন ডিফেন্ডারের পায়ের তলা দিয়ে নীচু শটে বল জালে জড়িয়ে দেন।
একই দিনে আরও দু’টি ব্যক্তিগত নজির গড়ে ফেললেন মেসি। বিশ্বকাপে গোলসংখ্যার বিচারে টপকে গেলেন দিয়েগো মারাদোনাকে। ২৩ ম্যাচে ৯টি গোল হল মেসির। মারাদোনার ছিল ৮টি। সামনে এ বার শুধু গ্যাব্রিয়েল বাতিস্তুতা (১০)। এ ছাড়াও, পাঁচটি বিশ্বকাপ খেলতে নেমে এই প্রথম নকআউট পর্যায়ে গোল হল মেসির। এর আগে ৮টি গোলই তিনি করেছেন গ্রুপের ম্যাচে। এ বার গ্রুপের ম্যাচে দু’টি গোলের পাশাপাশি নকআউটেও গোল পেলেন।
১৮ বছর ৪৮ দিন আগে বার্সেলোনার হয়ে পেশাদার ফুটবলজীবনের প্রথম ম্যাচ খেলেছিলেন মেসি। দেশের হয়ে ২০০৫ সালে হাঙ্গেরির বিরুদ্ধে অভিষেক হয় তাঁর। ১০০০তম ম্যাচ খেলে ৭৮৯টি গোল হল মেসির। এর মধ্যে বার্সেলোনার হয়ে ৭৭৮টি ম্যাচে ৬৭২টি গোল করেছেন। আর্জেন্টিনার হয়ে ১৬৯টি ম্যাচে রয়েছে ৯৪টি গোল করেছেন। প্যারিস সঁ জঁ-র হয়ে ৫৩টি ম্যাচে ২৩টি গোল রয়েছে তাঁর।
বিশ্বকাপের পাশাপাশি দেশের হয়ে মেসি কোপা আমেরিকায় ৩৪ ম্যাচে ১৩টি, বিশ্বকাপের যোগ্যতা অর্জন পর্বে ৬০টি ম্যাচে ২৮টি এবং আন্তর্জাতিক ফ্রেন্ডলিতে ৫১টি ম্যাচে ৪৪টি গোল করেছেন। এ বারের বিশ্বকাপে তিনটি গোল হল তাঁর। এর আগে ২০১৪ বিশ্বকাপে চারটি গোল করেছিলেন তিনি। দেশের হয়ে আটটি হ্যাটট্রিক রয়েছে।