FIFA World Cup 2022

জাপান ফুটবল দলের দাম জার্মানির পাঁচ ভাগের এক ভাগ! বিশ্বকাপের সব থেকে সস্তার দল কোনটি?

দামি দামি ফুটবলার নিয়ে দল তৈরি করেছিল জার্মানি, বেলজিয়াম, উরুগুয়ে। তবু প্রথম রাউন্ডেই ছিটকে গিয়েছে তারা। জাপান, অস্ট্রেলিয়া, মরক্কোর কম দামি ফুটবলাররা ঘুম উড়িয়েছেন বিপক্ষের।

Advertisement
নিজস্ব প্রতিবেদন
শেষ আপডেট: ০৬ ডিসেম্বর ২০২২ ১৬:৫৯
কাতার বিশ্বকাপে জাপানের পারফরম্যান্সে মুগ্ধ ফুটবল বিশেষজ্ঞরা।

কাতার বিশ্বকাপে জাপানের পারফরম্যান্সে মুগ্ধ ফুটবল বিশেষজ্ঞরা। ছবি: টুইটার।

জাপান, অস্ট্রেলিয়া, মরক্কোর কম দামি ফুটবলাররা ঘুম উড়িয়েছেন বিপক্ষের।

নিজস্ব প্রতিবেদন:

Advertisement

কাতার বিশ্বকাপে ফুটবল বিশ্বকে বিস্মিত করেছে জাপান। জার্মানি, স্পেনের মতো দলকে হারিয়েছে তারা। দ্বিতীয় রাউন্ডেও ক্রোয়েশিয়াকে টাইব্রেকার পর্যন্ত নিয়ে গিয়েছে। প্রতি ম্যাচের পর স্টেডিয়াম, সাজঘর পরিস্কার করেও সকলকে বিস্মিত করেছে জাপানিরা। বিশ্বকাপে জাপান আরও একটি বিষয়ে পিছনে ফেলে দিয়েছে অনেককে।

এ বারের বিশ্বকাপের অন্যতম কম দামি দল হল জাপান। জাপানের ফুটবলারদের সম্মিলিত দর জার্মানি দলের পাঁচ ভাগের এক ভাগ। জাপানের ২৬ জন ফুটবলারের অধিকাংশই সে দেশের ক্লাবে খেলেন। কয়েক জন বেলজিয়াম বা স্কটল্যান্ডের ক্লাবে খেলেন। জার্মানির ২৬ জন ফুটবলারের ১৯ জনই খেলেন চ্যাম্পিয়ন্স লিগের ক্লাবে। গ্রুপ পর্ব থেকে বিদায় নেওয়া বেলজিয়াম, উরুগুয়ের মতো দলের ফুটবলারদের সম্মিলিত দামও জাপানের থেকে অনেক বেশি।

জাপানের ফুটবলারদের গড় বাজার দর ৫০ লক্ষ পাউন্ডের কিছু বেশি। ভারতের মূল্যে ৫০ কোটি ২৮ লাখ টাকার কিছু বেশি। জার্মানির ফুটবলারদের গড় বাজার দর তিন কোটি পাউন্ড (ভারতের মূল্যে ৩০১ কোটি ৬০ লাখ টাকার বেশি)। বেলজিয়ামের ফুটবলারদের গড় বাজার দর ১ কোটি ৮০ লক্ষ পাউন্ড। যা ভারতীয় মূল্যে প্রায় ১৮১ কোটি টাকা। এ ক্ষেত্রে জাপানকে পিছনে ফেলে দিয়েছে এশিয়ার আর এক দেশ দক্ষিণ কোরিয়াও। ব্রাজিলের কাছে হেরে দ্বিতীয় রাউন্ডে ছিটকে যাওয়া দক্ষিণ কোরিয়ার ফুটবলারদের গড় বাজার দর ৫১ লাখ পাউন্ড। ভারতীয় মূল্যে দক্ষিণ কোরিয়ার ফুটবলারদের গড় দাম প্রায় ৫১ কোটি ২৯ লাখ টাকা।

বিশ্বকাপের দ্বিতীয় রাউন্ডে ওঠা দলগুলির মধ্যে জাপানের থেকেও কম দামি দল অবশ্য রয়েছে। যেমন অস্ট্রেলিয়ার ফুটবলারদের গড় বাজার দর ১০ লাখ পাউন্ড। ভারতীয় মূল্যে গড়ে তাঁদের দর ১০ কোটি টাকার কিছু বেশি। জাপানের পরে রয়েছে সেনেগাল এবং মরক্কোও। তারা দ্বিতীয় রাউন্ডে উঠলেও জাপানের মতো প্রথম সারির একাধিক দলকে হারাতে পারেনি।

এত কম দামের ফুটবলাররা দলকে বিশ্বকাপের দ্বিতীয় রাউন্ডে তুলতে পারলেও, জার্মানি, বেলজিয়াম বা উরুগুয়ের দামি ফুটবলাররা ব্যর্থ। ফুটবল বিশেষজ্ঞদের একাংশের মতে জার্মানি, বেলজিয়াম বা উরুগুয়ের ফুটবলাররা ব্যক্তিগত দক্ষতায় অনেক এগিয়ে। তাই তাঁদের বাজার দর বেশি। অন্য দিকে জাপান, অস্ট্রেলিয়া, মরক্কো, দক্ষিণ কোরিয়ার ফুটবলাররা ব্যক্তিগত দক্ষতা পিছিয়ে তাই তাঁদের বাজার দরও কম। আবার দামি দলগুলি অনেকটাই তাদের তারকা ফুটবলারদের উপর নির্ভরশীল। দলবদ্ধ ভাবে লড়াইয়ের প্রবণতা তুলনায় কম। কম দামি দলগুলো তারকা নির্ভর না হওয়ায় সবাই মিলে লড়াই করে।

Advertisement
আরও পড়ুন