FIFA World Cup 2022

স্পেনের বিরুদ্ধে ড্র, ২ ম্যাচে ১ পয়েন্ট! এখনও কোন অঙ্কে শেষ ষোলোয় যেতে পারে জার্মানি?

স্পেনের বিরুদ্ধে পয়েন্ট নষ্ট করেছে জার্মানি। গ্রুপের একেবারে নীচে তারা। কিন্তু এখনও বিশ্বকাপের প্রি-কোয়ার্টার ফাইনালে যাওয়ার সুযোগ রয়েছে তাদের। কোন অঙ্কে সেটা সম্ভব?

Advertisement
নিজস্ব প্রতিবেদন
শেষ আপডেট: ২৮ নভেম্বর ২০২২ ০৭:২৬
এখনই বিশ্বকাপের স্বপ্ন শেষ হয়ে যায়নি ম্যানুয়েল ন্যুয়েরদের। এখনও শেষ ষোলোয় যেতে পারেন তাঁরা।

এখনই বিশ্বকাপের স্বপ্ন শেষ হয়ে যায়নি ম্যানুয়েল ন্যুয়েরদের। এখনও শেষ ষোলোয় যেতে পারেন তাঁরা। ছবি: রয়টার্স

প্রথম ম্যাচে জাপানের বিরুদ্ধে হারের পরে দ্বিতীয় ম্যাচে স্পেনের বিরুদ্ধে ড্র করেছে জার্মানি। এই ড্রয়ের ফলে বিশ্বকাপের প্রি-কোয়ার্টার ফাইনালে যাওয়ার স্বপ্ন বেঁচে থাকল থমাস মুলারদের। তবে তার জন্য শুধু নিজেদের ম্যাচ নয়, অন্য ম্যাচের দিকেও তাকিয়ে থাকতে হবে প্রাক্তন বিশ্বচ্যাম্পিয়নদের।

বিশ্বকাপের গ্রুপ ই-র শীর্ষে রয়েছে স্পেন। ২ ম্যাচে তাদের পয়েন্ট ৪। দ্বিতীয় স্থানে জাপান। ২ ম্যাচ খেলে তাদের পয়েন্ট ৩। ২ ম্যাচ খেলে কোস্টা রিকার পয়েন্টও ৩। গোল পার্থক্যে জাপানের পিছনে তারা। গ্রুপের শেষে রয়েছে জার্মানি। ২ ম্যাচে তাদের পয়েন্ট ১।

Advertisement

গ্রুপের শেষ ম্যাচে স্পেনের বিরুদ্ধে খেলবে জাপান। অন্য দিকে জার্মানি খেলতে নামবে কোস্টা রিকার বিরুদ্ধে। পরের রাউন্ডে যেতে গেলে প্রথমে নিজেদের ম্যাচ জিততে হবে জার্মানিকে। তা হলে মুলারদের পয়েন্ট হবে ৪। কোস্টা রিকা থাকবে ৩ পয়েন্টে। যদি স্পেন জাপানকে হারায় তা হলে স্পেনের পয়েন্ট হবে ৭। জাপানের পয়েন্ট থাকবে ৩। সে ক্ষেত্রে গ্রুপের দ্বিতীয় দল হিসাবে শেষ ষোলোয় যাবে জার্মানি।

যদি জাপান স্পেনকে হারায় তা হলে জাপানের পয়েন্ট হবে ৬। স্পেনের পয়েন্ট হবে ৪। আবার যদি স্পেন-জাপান ম্যাচ ড্র হয় তা হলে স্পেনের পয়েন্ট হবে ৫। জাপানের পয়েন্ট হবে ৪। এই দুই ক্ষেত্রে গোল পার্থক্যে দ্বিতীয় দল হিসাবে প্রি-কোয়ার্টার ফাইনালে যাওয়ার সুযোগ থাকবে জার্মানির। গোল পার্থক্য সব থেকে বেশি স্পেনের। তাদের গোল পার্থক্য ৭। জাপানের গোল পার্থক্য শূন্য। জার্মানির গোল পার্থক্য -১। অর্থাৎ, গোল পার্থক্যে স্পেনকে টপকানো মুশকিল জার্মানির পক্ষে। এর অর্থ, নিজেদের ম্যাচ জিতলে এবং স্পেন জাপানকে হারালে বা তাদের ম্যাচ ড্র হলে বিশ্বকাপের শেষ ষোলোয় যাওয়ার সুযোগ জার্মানির অনেক বেশি।

Advertisement
আরও পড়ুন