FIFA World Cup 2022

শেষ চারের আগে ধাক্কা ফরাসি শিবিরে, অসুস্থ দুই ফুটবলার, মরক্কোর বিরুদ্ধে খেলা নিয়ে সংশয়

বিশ্বকাপের সেমিফাইনালে মরক্কোর বিরুদ্ধে খেলতে নামার আগে চাপে ফ্রান্সের কোচ দিদিয়ের দেশঁ। দলের দুই ফুটবলার অসুস্থ। মরক্কোর বিরুদ্ধে তাঁদের পাওয়া যাবে কি না তা নিয়ে সংশয় রয়েছে।

Advertisement
নিজস্ব প্রতিবেদন
শেষ আপডেট: ১৩ ডিসেম্বর ২০২২ ২২:৪৭
বিশ্বকাপের সেমিফাইনালে নামার আগে দলগঠন নিয়ে চিন্তায় ফ্রান্সের কোচ দিদিয়ের দেশঁ।

বিশ্বকাপের সেমিফাইনালে নামার আগে দলগঠন নিয়ে চিন্তায় ফ্রান্সের কোচ দিদিয়ের দেশঁ। —ফাইল চিত্র

বিশ্বকাপের সেমিফাইনালে মরক্কোর বিরুদ্ধে খেলতে নামার আগে চাপে ফ্রান্সের কোচ দিদিয়ের দেশঁ। তাঁর দলের দুই প্রধান ফুটবলারের খেলা নিয়ে সংশয় দেখা দিয়েছে। তাঁরা অসুস্থ হয়ে পড়েছেন। মরক্কোর বিরুদ্ধে তাঁদের পাওয়া যাবে কি না তা নিশ্চিত নয়।

ফ্রান্সের ডিফেন্ডার দায়ত উপামেকানো ও মিডফিল্ডার আদ্রিয়েন হাঁবিয় অসুস্থ হয়ে পড়েছেন। উপামেকানোর ঠান্ডা লেগেছে। অন্য দিকে হাঁবিয়র জ্বর। প্রাথমিক ভাবে তাঁদের শারীরিক অবস্থা অতটা চিন্তার না হলেও যত সময় এগোচ্ছে, শারীরিক অবস্থা খারাপ হচ্ছে তাঁদের। মঙ্গলবার তাঁদের অনুশীলনেও নামাননি কোচ দেশঁ। তাঁদের চিকিৎসা চলছে। মরক্কোর বিরুদ্ধে প্রথম একাদশে তাঁদের না পাওয়া গেলে দল সাজাতে সমস্যায় পড়তে পারেন ফরাসি কোচ।

Advertisement

বিশ্বকাপের শুরু থেকেই পল পোগবা, এনগোলো কঁতে, করিম বেঞ্জেমাদের পাননি দেশঁ। প্রথম ম্যাচে চোট পেয়ে ছিটকে গিয়েছেন লুকাস হের্নান্দেস। তার পরেও দল বিশ্বকাপের সেমিফাইনালে উঠেছে। কিন্তু নতুন করে আরও ফুটবলার বসে গেলে সেটা সামলানো কঠিন হবে দেশঁর পক্ষে।

এর মধ্যেই ফরাসি ফুটবল সংস্থায় লেগে গিয়েছে ডামাডোল। প্রেসিডেন্ট নোয়েল লে গ্রায়েটের বিরুদ্ধে যৌন নির্যাতনের অভিযোগ উঠেছে। তাঁর বিরুদ্ধে তদন্ত শুরু হয়েছে। ফলে জাতীয় দলের কোচ দেশঁর আসন টলোমলো। তাঁর জায়গায় জ়িনেদিন জ়িদানকে আনার ভাবনা শুরু হয়ে গিয়েছে।

ফ্রান্সের ক্রীড়া মন্ত্রী অ্যামিলি ওডি-কাস্তেরা তদন্তের নির্দেশ দিয়েছেন লে গ্রায়েটের বিরুদ্ধে। সেই তদন্তের উপরেই নির্ভর করছে দেশঁর ভবিষ্যৎ। দলকে বিশ্বকাপের সেমিফাইনালে তোলায় এমনিতে দেশঁর চাকরি নিয়ে খুব একটা সংশয় নেই। তবে স্পেনের এক সংবাদপত্র জানাচ্ছে, যদি ফ্রান্স বিশ্বকাপ জিততে না পারে, তা হলে দেশঁর ভবিষ্যৎ অনিশ্চিত। জ়িদানকে নাকি তৈরি থাকতে বলা হয়েছে।

আরও পড়ুন
Advertisement