FIFA World Cup 2022

মেসি থেকে এমবাপে! আনন্দবাজার অনলাইনের বিচারে বিশ্বকাপের সেরা একাদশে কারা?

এ বারের বিশ্বকাপের সেরা একাদশ বেছে নিল আনন্দবাজার অনলাইন। বিশ্বকাপের সামগ্রিক খেলার বিচারে তাঁদের বেছে নেওয়া হয়েছে। সেই তালিকায় কারা কারা জায়গা পেলেন?

Advertisement
নিজস্ব প্রতিবেদন
শেষ আপডেট: ১৯ ডিসেম্বর ২০২২ ১৯:২৮
০১ ১৪
এ বারের বিশ্বকাপ জিতেছে আর্জেন্টিনা। রানার্স ফ্রান্স। লিয়োনেল মেসি, কিলিয়ান এমবাপের মতো তারকারা যেমন নিজেদের জাত চিনিয়েছেন, তেমনই উঠে এসেছেন আরও অনেক ফুটবলার। তাঁদের নিয়ে সেরা একাদশ বেছে নিল আনন্দবাজার অনলাইন।

এ বারের বিশ্বকাপ জিতেছে আর্জেন্টিনা। রানার্স ফ্রান্স। লিয়োনেল মেসি, কিলিয়ান এমবাপের মতো তারকারা যেমন নিজেদের জাত চিনিয়েছেন, তেমনই উঠে এসেছেন আরও অনেক ফুটবলার। তাঁদের নিয়ে সেরা একাদশ বেছে নিল আনন্দবাজার অনলাইন।

০২ ১৪
এমিলিয়ানো মার্তিনেস (গোলরক্ষক): এ বারের বিশ্বকাপের সেরা গোলরক্ষক। সেমিফাইনাল ও ফাইনালে টাইব্রেকারে আর্জেন্টিনাকে জিতিয়েছেন তিনি। শুধু টাইব্রেকার নয়, ম্যাচের মধ্যেও তিনি দুরন্ত গোল বাঁচিয়েছেন। সোনার গ্লাভস জিতেছেন মার্তিনেস। তাই তাঁকেই গোলরক্ষকের ভূমিকায় রাখা হয়েছে।

এমিলিয়ানো মার্তিনেস (গোলরক্ষক): এ বারের বিশ্বকাপের সেরা গোলরক্ষক। সেমিফাইনাল ও ফাইনালে টাইব্রেকারে আর্জেন্টিনাকে জিতিয়েছেন তিনি। শুধু টাইব্রেকার নয়, ম্যাচের মধ্যেও তিনি দুরন্ত গোল বাঁচিয়েছেন। সোনার গ্লাভস জিতেছেন মার্তিনেস। তাই তাঁকেই গোলরক্ষকের ভূমিকায় রাখা হয়েছে।

০৩ ১৪
গোয়ার্দিওল (সেন্ট্রাল ডিফেন্ডার): ক্রোয়েশিয়া বিশ্বকাপ জিততে না পারলেও রক্ষণে খুব ভাল খেলেছেন গোয়ার্দিওল। গোটা প্রতিযোগিতা জুড়ে দুর্দান্ত ফুটবল খেলেছেন তিনি। প্রতিপক্ষকে আটকাতে তাঁর উপরেই ভরসা দেখিয়েছেন কোচ।

গোয়ার্দিওল (সেন্ট্রাল ডিফেন্ডার): ক্রোয়েশিয়া বিশ্বকাপ জিততে না পারলেও রক্ষণে খুব ভাল খেলেছেন গোয়ার্দিওল। গোটা প্রতিযোগিতা জুড়ে দুর্দান্ত ফুটবল খেলেছেন তিনি। প্রতিপক্ষকে আটকাতে তাঁর উপরেই ভরসা দেখিয়েছেন কোচ।

Advertisement
০৪ ১৪
রোমান সাইস (সেন্ট্রাল ডিফেন্ডার): প্রতিযোগিতায় সেমিফাইনালের আগে একটি আত্মঘাতী গোল ছাড়া কোনও গোল খায়নি মরক্কো। তার অন্যতম কারণ সাইস। তিনি দুর্দান্ত খেলেছেন। শুধু ভাল ডিফেন্স করা নয়, সেট পিস থেকে গোল করার ক্ষেত্রে সাহায্যও করেছেন।

রোমান সাইস (সেন্ট্রাল ডিফেন্ডার): প্রতিযোগিতায় সেমিফাইনালের আগে একটি আত্মঘাতী গোল ছাড়া কোনও গোল খায়নি মরক্কো। তার অন্যতম কারণ সাইস। তিনি দুর্দান্ত খেলেছেন। শুধু ভাল ডিফেন্স করা নয়, সেট পিস থেকে গোল করার ক্ষেত্রে সাহায্যও করেছেন।

০৫ ১৪
আশরফ হাকিমি (রাইট ব্যাক): এ বারের বিশ্বকাপের চমক মরক্কোর এই ফুটবলার। রাইট ব্যাকে দুর্দান্ত খেলেছেন তিনি। সেমিফাইনালে এমবাপেকে আটকাতে বড় ভূমিকা নিয়েছিলেন। রক্ষণের পাশাপাশি আক্রমণ তৈরি করতেও সমান পারদর্শী তিনি।

আশরফ হাকিমি (রাইট ব্যাক): এ বারের বিশ্বকাপের চমক মরক্কোর এই ফুটবলার। রাইট ব্যাকে দুর্দান্ত খেলেছেন তিনি। সেমিফাইনালে এমবাপেকে আটকাতে বড় ভূমিকা নিয়েছিলেন। রক্ষণের পাশাপাশি আক্রমণ তৈরি করতেও সমান পারদর্শী তিনি।

Advertisement
০৬ ১৪
থিয়ো হের্নান্দেস (লেফট ব্যাক): ফ্রান্সের এই ফুটবলার পরিবর্ত হিসাবে সুযোগ পেয়েছিলেন। কিন্তু তার পরে আর তাঁকে আটকানো যায়নি। ফ্রান্সের হয়ে দুর্দান্ত খেলেছেন। সেমিফাইনালে মরক্কোর বিরুদ্ধে প্রথম গোল তাঁর পা থেকেই এসেছে।

থিয়ো হের্নান্দেস (লেফট ব্যাক): ফ্রান্সের এই ফুটবলার পরিবর্ত হিসাবে সুযোগ পেয়েছিলেন। কিন্তু তার পরে আর তাঁকে আটকানো যায়নি। ফ্রান্সের হয়ে দুর্দান্ত খেলেছেন। সেমিফাইনালে মরক্কোর বিরুদ্ধে প্রথম গোল তাঁর পা থেকেই এসেছে।

০৭ ১৪
ভিনিসিয়াস জুনিয়র (লেফট উইং): ব্রাজিল বিশ্বকাপে ব্যর্থ হলেও নজর কেড়েছেন ভিনিসিয়াস। বাঁ প্রান্ত ধরে তাঁর একের পর এক দৌড় বিপক্ষকে সমস্যায় ফেলেছে। গোলের সুযোগ তৈরি করার পাশাপাশি গোলও করেছেন তিনি।

ভিনিসিয়াস জুনিয়র (লেফট উইং): ব্রাজিল বিশ্বকাপে ব্যর্থ হলেও নজর কেড়েছেন ভিনিসিয়াস। বাঁ প্রান্ত ধরে তাঁর একের পর এক দৌড় বিপক্ষকে সমস্যায় ফেলেছে। গোলের সুযোগ তৈরি করার পাশাপাশি গোলও করেছেন তিনি।

Advertisement
০৮ ১৪
আঁতোয়া গ্রিজম্যান (রাইট উইং): ফ্রান্সের এই ফুটবলার দলের হয়ে খেলা তৈরি করেছেন। তাঁর কাছ থেকে বল পেয়েই একের পর এক গোল করেছেন এমবাপে। ফাইনালে খুব একটা ভাল খেলতে না পারলেও তাঁকে দলের বাইরে রাখা যাবে না।

আঁতোয়া গ্রিজম্যান (রাইট উইং): ফ্রান্সের এই ফুটবলার দলের হয়ে খেলা তৈরি করেছেন। তাঁর কাছ থেকে বল পেয়েই একের পর এক গোল করেছেন এমবাপে। ফাইনালে খুব একটা ভাল খেলতে না পারলেও তাঁকে দলের বাইরে রাখা যাবে না।

০৯ ১৪
লুকা মদ্রিচ (মিডফিল্ডার): ক্রোয়েশিয়ার অধিনায়ক। নিজের শেষ বিশ্বকাপে মনে রাখার মতো খেলেছেন। ৩৮ বছরের এই ফুটবলারের ওয়ার্ক রেট অবাক করেছে সবাইকে। যেমন আক্রমণে বল বাড়িয়েছেন, তেমনই নিজের বক্সে গিয়ে বল বাঁচিয়েছেন। মাঝমাঠে নেতার ভূমিকায় উঠে এসেছেন তিনি।

লুকা মদ্রিচ (মিডফিল্ডার): ক্রোয়েশিয়ার অধিনায়ক। নিজের শেষ বিশ্বকাপে মনে রাখার মতো খেলেছেন। ৩৮ বছরের এই ফুটবলারের ওয়ার্ক রেট অবাক করেছে সবাইকে। যেমন আক্রমণে বল বাড়িয়েছেন, তেমনই নিজের বক্সে গিয়ে বল বাঁচিয়েছেন। মাঝমাঠে নেতার ভূমিকায় উঠে এসেছেন তিনি।

১০ ১৪
এনজো ফের্নান্দেস (মিডফিল্ডার): বিশ্বকাপের এমার্জিং ফুটবলারের পুরস্কার জিতেছেন। এ বারের আর্জেন্টিনা দলের চমক বলা যেতে পারে তাঁকে। গোলটা ভাল চেনেন। মাঝমাঠ থেকে খেলা তৈরি করতে পারেন। আগামী দিনে তারকা হয়ে ওঠার সব গুণ রয়েছে তাঁর।

এনজো ফের্নান্দেস (মিডফিল্ডার): বিশ্বকাপের এমার্জিং ফুটবলারের পুরস্কার জিতেছেন। এ বারের আর্জেন্টিনা দলের চমক বলা যেতে পারে তাঁকে। গোলটা ভাল চেনেন। মাঝমাঠ থেকে খেলা তৈরি করতে পারেন। আগামী দিনে তারকা হয়ে ওঠার সব গুণ রয়েছে তাঁর।

১১ ১৪
কিলিয়ান এমবাপে (ফরোয়ার্ড): এ বারের বিশ্বকাপে সব থেকে বেশি ৮ গোল করেছেন। তার মধ্যে ফাইনালে হ্যাটট্রিক রয়েছে। সোনার বুট জিতেছেন। তাঁর গতি, ড্রিবল প্রতিপক্ষকে সমস্যায় ফেলেছে। তিনি এই দলের স্ট্রাইকার।

কিলিয়ান এমবাপে (ফরোয়ার্ড): এ বারের বিশ্বকাপে সব থেকে বেশি ৮ গোল করেছেন। তার মধ্যে ফাইনালে হ্যাটট্রিক রয়েছে। সোনার বুট জিতেছেন। তাঁর গতি, ড্রিবল প্রতিপক্ষকে সমস্যায় ফেলেছে। তিনি এই দলের স্ট্রাইকার।

১২ ১৪
লিয়োনেল মেসি (ফরোয়ার্ড): বিশ্বকাপের সেরা ফুটবলার। ৭টি গোল করেছেন। ৩টি করিয়েছেন। নিজের শেষ বিশ্বকাপ জিতেছেন। এই বয়সেও যা খেলেছেন তা অবাক করেছে সবাইকে। এমবাপের পাশে একমাত্র তিনিই থাকবেন। সেরা একাদশের দলের অধিনায়কও তিনি।

লিয়োনেল মেসি (ফরোয়ার্ড): বিশ্বকাপের সেরা ফুটবলার। ৭টি গোল করেছেন। ৩টি করিয়েছেন। নিজের শেষ বিশ্বকাপ জিতেছেন। এই বয়সেও যা খেলেছেন তা অবাক করেছে সবাইকে। এমবাপের পাশে একমাত্র তিনিই থাকবেন। সেরা একাদশের দলের অধিনায়কও তিনি।

১৩ ১৪
লিয়োলেন স্কালোনি (কোচ): বিশ্বকাপের সর্বকনিষ্ঠ কোচ। কোনও ক্লাবে কোচিং না করিয়েও তিনি দেখিয়েছেন, তাঁর ফুটবল জ্ঞান কতটা প্রবল। প্রতি ম্যাচে নিজের পরিকল্পনা বদল করেছেন তিনি। আর্জেন্টিনাকে বিশ্বকাপ জেতাতে বড় ভূমিকা নিয়েছেন তিনি। এই দলেও তিনি কোচ।

লিয়োলেন স্কালোনি (কোচ): বিশ্বকাপের সর্বকনিষ্ঠ কোচ। কোনও ক্লাবে কোচিং না করিয়েও তিনি দেখিয়েছেন, তাঁর ফুটবল জ্ঞান কতটা প্রবল। প্রতি ম্যাচে নিজের পরিকল্পনা বদল করেছেন তিনি। আর্জেন্টিনাকে বিশ্বকাপ জেতাতে বড় ভূমিকা নিয়েছেন তিনি। এই দলেও তিনি কোচ।

১৪ ১৪
তবে এ বারের বিশ্বকাপে ব্রাজিলের রিচার্লিসন, ফ্রান্সের অলিভিয়ের জিহুরাও ভাল খেলেছেন। কিন্তু যেহেতু তাঁরা ফরোয়ার্ডের জায়গায় খেলেন আর সেখানে মেসি, এমবাপে রয়েছেন, তাই তাঁদের এই দলে রাখা সম্ভব হয়নি।

তবে এ বারের বিশ্বকাপে ব্রাজিলের রিচার্লিসন, ফ্রান্সের অলিভিয়ের জিহুরাও ভাল খেলেছেন। কিন্তু যেহেতু তাঁরা ফরোয়ার্ডের জায়গায় খেলেন আর সেখানে মেসি, এমবাপে রয়েছেন, তাই তাঁদের এই দলে রাখা সম্ভব হয়নি।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
আরও গ্যালারি