আইএসএলের প্রস্তুতিতে ব্যস্ত ইমামি ইস্টবেঙ্গল। —ফাইল চিত্র
শুক্রবার আইএসএলে নিজেদের প্রথম ম্যাচ খেলতে নামবে ইমামি ইস্টবেঙ্গল। তার ৪৮ ঘণ্টা আগে বুধবার ২৭ সদস্যের দল ঘোষণা করল লাল-হলুদ শিবির। কেরলের কোচিতে কেরল ব্লাস্টার্স এফসি-র বিরুদ্ধে প্রথম ম্যাচ খেলতে নামবে ইমামি ইস্টবেঙ্গল।
২৭ সদস্যের দলে তিন জন গোলরক্ষক, ন’জন ডিফেন্ডার, ১১ জন মিডফিল্ডার ও চার জন ফরোয়ার্ডকে রাখা হয়েছে। তিন জন গোলরক্ষক হলেন, পবন কুমার, কমলজিৎ সিংহ ও নবীন কুমার। ডিফেন্ডাররা হলেন, মহম্মদ রকিপ, ইভান গঞ্জালেস, সার্থক গোলুই, অঙ্কিত মুখোপাধ্যায়, লালচুংনুঙ্গা, কিরিয়াকু, জেরি লালরিনজুয়ালা, নবি হুসেন খান ও প্রীতম সিংহ। মিডফিল্ডাররা হলেন, অমরজিৎ সিংহ কিয়াম, ওয়াহেংবাম, অ্যালেক্স লিমা, শৌভিক চক্রবর্তী, তুহিন দাস, জর্ডন ও’ডোহার্টি, নাওরেম, মোবাশির রহমান, অনিকেত যাদব, সুমিত পাসি ও হিমাংশু জাংড়া। ফরোয়ার্ড হিসাবে দলে রয়েছেন, এলিয়ান্দ্রো, ক্লেইটন সিলভা, সেম্বোই হাওকিপ ও ভিপি সুহের।
Here's our 27-member squad for the upcoming #HeroISL! 🔴🟡
— East Bengal FC (@eastbengal_fc) October 5, 2022
আসন্ন হিরো আইএসএল-এর জন্য দেখে নিন আমাদের ২৭ সদস্যের দল। ✊#JoyEastBengal #আমাগোমশাল pic.twitter.com/HaTFzPzk0f
গত শুক্রবার রিয়াল কাশ্মীরের বিরুদ্ধে প্রস্তুতি ম্যাচ খেলেছিল ইমামি ইস্টবেঙ্গল। সেই ম্যাচে ৩-০ ব্যবধানে জেতে লাল-হলুদ ব্রিগেড। জিতেই আইএসএল অভিযান শুরু করছে তারা। ২৯ অক্টোবর আইএসএলের প্রথম ডার্বিতে এটিকে মোহনবাগানের বিরুদ্ধে খেলতে নামবে তারা।