Emami East Bengal

Emami East Bengal: ডুরান্ডের প্রথম ম্যাচেই আটকে গেল ইমামি ইস্টবেঙ্গল, নৌ সেনার বিরুদ্ধে ড্র লাল-হলুদের

আগের দিন হেরে গিয়েছিল এটিকে মোহনবাগান। সোমবার প্রথম ম্যাচে ড্র করল ইমামি ইস্টবেঙ্গলও।

Advertisement
নিজস্ব সংবাদদাতা
কলকাতা শেষ আপডেট: ২২ অগস্ট ২০২২ ২০:২৭
প্রথম ম্যাচেই ড্র ইমামি ইস্টবেঙ্গলের।

প্রথম ম্যাচেই ড্র ইমামি ইস্টবেঙ্গলের। ছবি ডুরান্ড

ডুরান্ড কাপের প্রথম ম্যাচেই আটকে গেল ইমামি ইস্টবেঙ্গল। সোমবার যুবভারতী স্টেডিয়ামে ভারতীয় নৌ সেনার বিরুদ্ধে গোলশূন্য ড্র করল তারা। ম্যাচে একাধিক সুযোগ নষ্ট করলেন সুমিত পাসি, যিনি এই ম্যাচে অধিনায়ক ছিলেন লাল-হলুদের।

কোনও বিদেশি ছাড়াই প্রথম একাদশ সাজিয়েছিলেন ইমামি ইস্টবেঙ্গলের কোচ স্টিভন কনস্ট্যান্টাইন। একমাত্র বিদেশি অ্যালেক্স লিমাকে রেখেছিলেন রিজার্ভ বেঞ্চে। ম্যাচের তৃতীয় মিনিটে মোবাশির রহমান দূরপাল্লার শট নেন। তা বাচিয়ে দেন বিপক্ষ গোলকিপার বিষ্ণু। শুরুতেই অবশ্য ধাক্কা খায় লাল-হলুদ। চোট পাওয়ায় নাওরেমকে তুলে নেন কনস্ট্যান্টাইন। নামান তুহিনকে।

Advertisement

প্রথমার্ধের খেলায় ইমামি ইস্টবেঙ্গলের মধ্যে কোনও ঝাঁজ দেখা যায়নি। নৌ সেনা বরং মন দিয়েছিল রক্ষণেই। বলের নিয়ন্ত্রণ ছিল ইমামি ইস্টবেঙ্গলের। কিছু সুযোগও পায় তারা। তবে গোল করতে পারেনি।

দ্বিতীয়ার্ধের শুরুতেই সুযোগ পান পাসি। দূর থেকে শট নিয়েছিলেন। তা বারে লাগে। এর পর ৭৫ মিনিটে আবার সুযোগ নষ্ট করেন তিনি। এ বার একা পেয়ে গিয়েছিলেন বিপক্ষ গোলকিপারকে। অনায়াসে বল জালে জড়ানোর সুযোগ ছিল। কিন্তু পাসি সোজা বল তুলে দেন গোলকিপারের হাতে। ৮৩ মিনিটে বাঁ দিক থেকে দারুণ বল ভাসান তুহিন। অল্পের জন্য সুহের বল পায়ে ছোঁয়াতে পারেননি। ইমামি ইস্টবেঙ্গলের আক্রমণ অব্যাহত ছিল। কিন্তু গোল পায়নি তারা।

প্রথম ম্যাচেই লাল-হলুদে স্ট্রাইকারের অভাব বোঝা গিয়েছে। পাসি এর আগে জাতীয় দল বা জামশেদপুরের হয়েও গোল নষ্ট করেছেন। ইমামি ইস্টবেঙ্গলের প্রথম ম্যাচেও তাঁকে দেখে হতাশ সমর্থকরা।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
আরও পড়ুন
Advertisement