Thiago Messi

মেসির পথে হাঁটল না থিয়াগো, অন্য দেশের ক্লাবের হয়ে অভিষেক লিয়োর জ্যেষ্ঠ পুত্রের

লিয়োনেল মেসির পথে হাঁটল না তাঁর জ্যেষ্ঠ পুত্র থিয়াগো। আমেরিকার ক্লাব ইন্টার মায়ামির হয়ে অভিষেক হল তার। অন্য দেশের ক্লাবের হয়ে খেললেও থিয়াগোর অভিষেক হল আর্জেন্টিনার মাটিতেই।

Advertisement
আনন্দবাজার অনলাইন ডেস্ক
শেষ আপডেট: ২৭ নভেম্বর ২০২৪ ১৮:০১
football

পুত্র থিয়াগোর পাশে লিয়োনেল মেসি। ছবি: সমাজমাধ্যম।

নিউওয়েল ওল্ড বয়েজ়ের হয়ে ফুটবল শুরু করেছিলেন লিয়োনেল মেসি। আর্জেন্টিনার রোসারিয়োর এই ক্লাবেই প্রথম নজর কেড়েছিলেন তিনি। মেসির পথে হাঁটল না তাঁর জ্যেষ্ঠ পুত্র থিয়াগো। আমেরিকার ক্লাব ইন্টার মায়ামির হয়ে অভিষেক হল তার। অন্য দেশের ক্লাবের হয়ে খেললেও থিয়াগোর অভিষেক হল আর্জেন্টিনার মাটিতেই।

Advertisement

রোসারিয়োতে নিউওয়েল কাপে মেসির প্রথম ক্লাব নিউওয়েল ওল্ড বয়েজ়ের বিরুদ্ধেই খেলতে নেমেছিল থিয়াগো। যদিও সেই ম্যাচ ০-১ গোলে হেরে যায় ইন্টার মায়ামি। অনূর্ধ্ব-১৩ স্তরের এই প্রতিযোগিতা এখনও শেষ হয়নি। পরেও ম্যাচ রয়েছে থিয়াগোদের।

পুত্রের খেলা দেখতে গ্যালারিতে ছিলেন থিয়াগোর মা আন্তোনেলা রোকুজ্জো। ছিলেন মেসির পিতা জর্জ মেসি ও মা সেইলা কুকিটিনি। যদিও মেসিকে দেখা যায়নি মাঠে। পুরো ম্যাচ অবশ্য খেলতে পারেনি থিয়াগো। দ্বিতীয়ার্ধে তাকে তুলে নেন কোচ।

শুধু মেসির ছেলে নয়, এই ম্যাচে ইন্টার মায়ামির হয়ে অভিষেক হয়েছে লুই সুয়ারেসের ছেলে বেঞ্জামিনেরও। মেসি ও সুয়ারেস দীর্ঘ দিন বার্সেলোনার হয়ে একসঙ্গে খেলেছেন। এখনও ইন্টার মায়ামিতে তাঁরা সতীর্থ। সেই কারণে থিয়াগোর সঙ্গে বেঞ্জামিনেরও বন্ধুত্ব হয়ে গিয়েছে। এ বার দুই তারকা-পুত্রের ফুটবল মাঠে অভিষেক হল একসঙ্গে।

Advertisement
আরও পড়ুন