East Bengal

East Bengal: নতুন করে সাজছে ইস্টবেঙ্গল মাঠ, উদ্বোধনে প্রাক্তন ফুটবলাররা

শুধু ডাগ আউট নয়, আরও অনেক কিছু বদলাবে ইস্টবেঙ্গল মাঠে। ধীরে ধীরে আধুনিক করে তোলা হবে ক্লাবের মাঠকে।

Advertisement
নিজস্ব সংবাদদাতা
শেষ আপডেট: ২৫ জানুয়ারি ২০২২ ১৯:০৫
ইস্টবেঙ্গল মাঠে প্রাক্তন ফুটবলাররা।

ইস্টবেঙ্গল মাঠে প্রাক্তন ফুটবলাররা। ছবি: ইস্টবেঙ্গল সূত্রে

ইস্টবেঙ্গল মাঠে বসানো হল অত্যাধুনিক ডাগ আউট। ৫০ বছরের বেশি সময় ধরে যে ডাগ আউট ছিল, তা সরিয়ে নতুন ডাগ আউট এ বার লাল-হলুদ মাঠে। দুই দল এবং ম্যাচ কমিশনার, রেফারিদের জন্য নতুন ডাগ আউট বসল মাঠে।

শুধু ডাগ আউট নয়, আরও অনেক কিছু বদলাবে ইস্টবেঙ্গল মাঠে। ধীরে ধীরে আধুনিক করে তোলা হবে ক্লাবের মাঠ। মঙ্গলবার ডাগ আউট উদ্বোধন করার জন্য উপস্থিত ছিলেন মহম্মদ নবি, অ্যালভিটো ডি’কুনহা, ভাস্কর গঙ্গোপাধ্যায়, মিহির বসু, প্রশান্ত বন্দ্যোপাধ্যায়, বিকাশ পাঁজি, সুমিত মুখোপাধ্যায়, মেহতাব হোসেনরা।

Advertisement

ছবি: ইস্টবেঙ্গল সূত্রে

ডাগ আউটের পর ধীরে ধীরে আরও বেশ কিছু আধুনিকতার ছোঁয়া লাগতে চলেছে ইস্টবেঙ্গল মাঠে। আইএসএল-এ এই বছর এসসি ইস্টবেঙ্গলের খুব একটা ভাল কাটেনি। ফিরতি ডার্বির আগে ১৩টি ম্যাচ খেলে তাদের সংগ্রহ মাত্র ৯ পয়েন্ট। জয় এসেছে মাত্র একটি ম্যাচে।

Advertisement
আরও পড়ুন