Mohun Bagan vs East Bengal

ছোটদের ডার্বিতে আবার জয় ইস্টবেঙ্গলের, ২-০ গোলে মোহনবাগানকে হারাল লাল-হলুদ

ছোটদের ডার্বিতে আরও এক বার জিতল ইস্টবেঙ্গল। অনূর্ধ্ব-১৩ সাব জুনিয়র লিগে মোহনবাগানকে ২-০ গোলে হারাল তারা।

Advertisement
আনন্দবাজার অনলাইন ডেস্ক
কলকাতা শেষ আপডেট: ১৫ ফেব্রুয়ারি ২০২৪ ১৪:৪৯
football

ইস্টবেঙ্গলের অনূর্ধ্ব-১৩ ফুটবল দল। ছবি: সংগৃহীত।

গত বছরের শেষে অনূর্ধ্ব-১৭ ডার্বিতে মোহনবাগানকে হারিয়েছিল ইস্টবেঙ্গল। এ বার আরও এক বার ছোটদের ডার্বি জিতল তারা। অনূর্ধ্ব-১৩ সাব জুনিয়র লিগে মোহনবাগানকে ২-০ গোলে হারাল তারা।

Advertisement

বৃহস্পতিবার বাঁশবেড়িয়া কিশোর সংঘের মাঠে খেলা ছিল দুই প্রধানের। জোনাল রাউন্ড এ-র ম্যাচে দাপট দেখায় লাল-হলুদ। তাদের হয়ে গোল করে জিত সামন্ত ও মানব মার্জিত। মোহনবাগান বিশেষ সুবিধা করতে পারেনি। হেরে মাঠ ছাড়তে হয় তাদের।

এর আগে গত বছর ১৬ ডিসেম্বর অনূর্ধ্ব-১৭ যুব লিগের ডার্বিতে ইস্টবেঙ্গলের কাছে ৪-০ ব্যবধানে হেরে যায় মোহনবাগান। লাল-হলুদের একটি গোল অফসাইডের জন্য বাতিল না হলে আরও একটা ৫-০ ব্যবধানে হারের লজ্জা নিয়ে মাঠ ছাড়তে হত সবুজ-মেরুন ব্রিগেডকে। মোহনবাগান মাঠে লাল-হলুদ শিবিরের হয়ে গোল করে গুণরাজ সিংহ গ্রেওয়াল, দীপু সর্দার, অ্যালফ্রেড লালরিনপুইয়া এবং দেবজিৎ রায়। তার পরেই অবশ্য ইস্টবেঙ্গলের বিরুদ্ধে বয়স ভাঁড়ানোর অভিযোগ করে মোহনবাগান।

চলতি মরসুমে আইএসএলের প্রথম ডার্বি ২-২ ড্র হয়েছে। যুবভারতীতেও দু’বার এগিয়ে যায় লাল-হলুদ। কিন্তু দু’বারই সমতা ফেরায় মোহনবাগান। খেলা শেষে রেফারির বিরুদ্ধে অভিযোগ করে দুই প্রধানই। আইএসএলের ফিরতি ডার্বিতে আগামী ১০ মার্চ মুখোমুখি হবে দুই প্রধান।

আরও পড়ুন
Advertisement