East Bengal

কলকাতা লিগে আবার জয় ইস্টবেঙ্গলের, ইস্টার্ন রেলকে তিন গোলে হারাল লাল-হলুদ

কলকাতা লিগে আবার জয় ইস্টবেঙ্গলের। শুক্রবার নিজেদের মাঠে তারা ইস্টার্ন রেলকে ৩-০ গোলে হারাল। সাত ম্যাচে ১৯ পয়েন্ট হল লাল-হলুদের।

Advertisement
আনন্দবাজার অনলাইন সংবাদদাতা
শেষ আপডেট: ০৯ অগস্ট ২০২৪ ১৯:১২
football

ইস্টবেঙ্গলের ফুটবলারদের উচ্ছ্বাস। ছবি: এক্স।

কলকাতা লিগে আবার জয় ইস্টবেঙ্গলের। শুক্রবার নিজেদের মাঠে তারা ইস্টার্ন রেলকে ৩-০ গোলে হারাল। সাত ম্যাচে ১৯ পয়েন্ট হল লাল-হলুদের। কলকাতা লিগের সুপার সিক্সে ওঠার দৌড়ে ভাল ভাবেই থাকল তারা।

Advertisement

দীর্ঘ দিন পরে কলকাতা লিগে খেলতে নেমেছিল ইস্টবেঙ্গল। মাঝে দলের বেশির ভাগ ফুটবলারই লন্ডনে গিয়েছিলেন নেক্সট জেন কাপে খেলতে। তাঁরা সকলেই ফিরেছেন। রেলের বিরুদ্ধে ইস্টবেঙ্গলের প্রথম গোল ৩৩ মিনিটে। নিজেদের মধ্যে বোঝাপড়ার সুযোগ কাজে লাগিয়ে গোল করে তারা। মাঝমাঠ থেকে হীরা মণ্ডল পাস দেন মুশারফকে। বক্সে ঢুকে বাঁ পায়ের টোকায় বিপক্ষের এক ডিফেন্ডারকে কাটিয়ে ডান পায়ের শটে গোল করেন মুশারফ।

দ্বিতীয় গোলটি হয় প্রথমার্ধের শেষ দিকে। বিপক্ষের বক্সের আশেপাশে ইস্টবেঙ্গলের ফুটবলারেরা নিজেদের মধ্যে পাস খেলে আক্রমণ তৈরি করার চেষ্টা করছিলেন। এমন সময় মনোতোষ চাকলাদারের সঙ্গে দ্রুত পাস খেলে বক্সের বাইরে থেকে নিখুঁত শটে গোল করেন আমন।

তৃতীয় গোল আসে সুমন এবং জেসিনের যুগলবন্দিতে। নিজেদের অর্ধ থেকে সুমন লম্বা থ্রো ভাসিয়েছিলেন বিপক্ষের অর্ধে। সেই বল ধরে জেসিন উঠে যান। বিপক্ষের বক্সে গিয়ে এক ডিফেন্ডারকে কাটিয়ে বাঁ পায়ের মাপা শটে গোল করেন তিনি। প্রথমার্ধে কয়েকটি সুযোগ নষ্ট করলেও দ্বিতীয়ার্ধে নিজের প্রতিভার পরিচয় দেন।

Advertisement
আরও পড়ুন