Cristiano Ronaldo

শেষবেলায় মরিয়া লাফে গোল রোনাল্ডোর, হার বাঁচল আল নাসেরের

ম্যাচের প্রায় শেষ দিকে রোনাল্ডোর দুরন্ত গোল। সেই গোলের সুবাদে আরব ক্লাব চ্যাম্পিয়ন্স কাপের কোয়ার্টার ফাইনালে উঠল আল নাসের। এই ম্যাচে সৌদির ক্লাবের হয়ে প্রথম মাঠে নামলেন সাদিয়ো মানে।

Advertisement
আনন্দবাজার অনলাইন ডেস্ক
শেষ আপডেট: ০৪ অগস্ট ২০২৩ ২০:১৪
picture of Cristiano Ronaldo

ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। —ফাইল চিত্র।

সৌদি আরবের লিগে সেরা ফর্মে দেখা যাচ্ছে না ক্রিশ্চিয়ানো রোনাল্ডোকে। তাঁর দলও ধারাবাহিক ভাবে জয় পাচ্ছে না। সৌদি প্রো লিগের একাধিক ম্যাচে পয়েন্ট নষ্ট করেছে আল নাসের। আরব ক্লাব চ্যাম্পিয়ন্স কাপের ম্যাচে সেই রোনাল্ডোই দলের হার বাঁচালেন। তাঁর দুরন্ত গোল আল নাসেরকে পৌঁছে দিল প্রতিযোগিতার কোয়ার্টার ফাইনালে।

Advertisement

বৃহস্পতিবার মিশরের ক্লাব জ়ামালেকের মুখোমুখি হয়েছিল আল নাসের। ম্যাচের ৮৬ মিনিট পর্যন্ত ০-১ গোলে পিছিয়েছিলেন রোনাল্ডোরা। প্রতিযোগিতার প্রথম ম্যাচে ৩ পয়েন্ট এলেও দ্বিতীয় ম্যাচেই হারের আশঙ্কা তৈরি হয়েছিল। সদস্য, সমর্থকদের অনেকেই যখন হারের অপেক্ষায়, তখনই জ্বলে উঠলেন রোনাল্ডো।

কিং ফাফদ স্টেডিয়ামের ম্যাচে প্রথমার্ধে পেনাল্টি থেকে জ়ামালেককে এগিয়ে দিয়েছিলেন জ়িজ়ো। অনেক চেষ্টা করেও সমতা ফেরাতে পারেননি আল নাসেরের ফুটবলারেরা। ম্যাচের ৮৬ মিনিটে আল নাসেরের এক ফুটবলার বাঁ দিক থেকে প্রতিপক্ষের বক্সে ক্রশ করেন। বলের উচ্চতা ছিল বেশ বেশি। ছ’গজের বক্সে সেই সময় পৌঁছে গিয়েছিলেন গোলের জন্য মরিয়া হয়ে ওঠা রোনাল্ডো। বক্সে বল উড়ে আসতে দেখেই জায়গা নিয়ে নেন তিনি। অনেকটা স্পট জাম্প করে বলের নাগাল পান রোনাল্ডো। তাঁর শক্তিশালী হেড প্রতিপক্ষ গোলরক্ষক মহম্মদ সোভিকে কার্যত দাঁড় করিয়ে রাখে। জালে জড়িয়ে যায় বল।

রোনাল্ডোর এমন স্পট জাম্প নতুন নয়। আগেও এ ভাবে একাধিক গোল করেছেন। ক্রীড়াবিজ্ঞানীরা পরীক্ষা করে দেখেছেন ৩৮ বছরের পর্তুগিজ তারকার স্পট জাম্পের উচ্চতা হার মানাতে পারে বাস্কেটবল খেলোয়াড়দেরও।

এর আগে প্রতিযোগিতার প্রথম ম্যাচে তিউনিশিয়ার ক্লাব আল মোনাস্টিরের বিরুদ্ধেও একই ভাবে গোল করেছিলেন রোনাল্ডো। তবে বৃহস্পতিবার তাঁর লাফটি ছাপিয়ে গিয়েছে সেই ম্যাচের লাফকে। তিউনিশিয়ার ক্লাবটির বিরুদ্ধে ৪-১ ব্যবধানে জিতেছিল আল নাসের। জ়ামালেকের বিরুদ্ধে এক পয়েন্ট তাদের প্রতিযোগিতার শেষ আটে পৌঁছে দিল।

বৃহস্পতিবারের ম্যাচে আল নাসেরের হয়ে প্রথম মাঠে নামেন সাদিয়ো মানে। রোনাল্ডো-মানে জুটি মাঠে থাকলেও জ়ামালেকের বিরুদ্ধে ৮৬ মিনিট পর্যন্ত উদ্বেগে কাটাতে হয় আল নাসের সমর্থকদের।

Advertisement
আরও পড়ুন