Cristiano Ronaldo

এমবাপে, ইয়ামাল না বেলিংহ্যাম, ভবিষ্যতের বিশ্বসেরা কে? বাছলেন রোনাল্ডো

পাঁচ বার বিশ্বসেরা ফুটবলারের পুরস্কার বা বালঁ দ্যর পেয়েছেন তিনি। এ বার মনোনয়নের তালিকায় তাঁর নাম নেই। যাঁরা রয়েছেন তাঁদের মধ্যে থেকেই সম্ভাব্য বিশ্বসেরা ফুটবলাদের নাম বেছে নিলেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো।

Advertisement
আনন্দবাজার অনলাইন ডেস্ক
কলকাতা শেষ আপডেট: ১১ সেপ্টেম্বর ২০২৪ ১৬:৪৬
football

ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। — ফাইল চিত্র।

লিয়োনেল মেসি, ক্রিশ্চিয়ানো রোনাল্ডোদের যুগ শেষের পথে। এর পর বিশ্বফুটবলের হাল ধরবেন কে? ভবিষ্যতের বিশ্বসেরা ফুটবলাদের নাম বেছে নিলেন রোনাল্ডো নিজেই।

Advertisement

রোনাল্ডো এবং মেসি এই মুহূর্তে দু’জনেই ইউরোপীয় ফুটবল ছেড়ে অন্যত্র খেলছেন। মেসি খেলছেন আমেরিকার ক্লাব ইন্টার মায়ামিতে। রোনাল্ডো তারও আগে যোগ দিয়েছেন সৌদি আরবের আল নাসেরে। দেশের হয়ে খেললেও ক্লাব ফুটবলের মূল স্রোতে তাঁরা আর নেই। ভবিষ্যতের তারকা কে হবেন, তা নিয়ে জল্পনা চলছে।

রিয়ো ফার্ডিনান্ডের সঙ্গে নিজের ইউটিউব চ্যানেলে সম্ভাব্য বিশ্বসেরাদের নাম নিয়েছেন রোনাল্ডো। সেখানে চার জন ফুটবলারের নাম উল্লেখ করেছেন। রোনাল্ডো বলেছেন, “আগামী কয়েক বছর সেরার পুরস্কার জিততে পারে কিলিয়ান এমবাপে। এ ছাড়া আর্লিং হালান্ড, জুড বেলিংহ্যাম, লেমিন ইয়ামালেরাও রয়েছে। আধুনিক প্রজন্মের ফুটবলারদের মধ্যে অনেক প্রতিভা রয়েছে।”

উল্লেখ্য, প্যারিস সঁ জরমঁ থেকে কোনও ট্রান্সফার মূল্য ছাড়াই এ মরসুমে রিয়াল মাদ্রিদে যোগ দিয়েছেন এমবাপে। সেই ক্লাবেই খেলেন বেলিংহ্যাম। তবে দু’জনেই এখনও জ্বলে উঠতে ব্যর্থ। হালান্ড গত কয়েক মরসুমে ধরেই রয়েছেন ম্যাঞ্চেস্টার সিটিতে। চলতি মরসুমে দু’টি হ্যাটট্রিক-সহ সাতটি গোল হয়ে গিয়েছে তাঁর। বার্সেলোনার হয়ে ছন্দে রয়েছেন ইয়ামালও।

আরও পড়ুন
Advertisement