Argentina and Brazil Football

মেসিহীন আর্জেন্টিনাকে হারিয়ে কোপা ফাইনালের বদলা নিল কলম্বিয়া, আবার হার ব্রাজিলের

মাস দুয়েক আগে কোপা আমেরিকার ফাইনালে হারের বদলা নিল কলম্বিয়া। বিশ্বকাপের যোগ্যতা অর্জন পর্বের ম্যাচে ঘরের মাঠে লিয়োনেল মেসিহীন আর্জেন্টিনাকে তারা হারিয়ে দিল ২-১ গোলে। একই দিনে হেরেছে ব্রাজিলও।

Advertisement
আনন্দবাজার অনলাইন ডেস্ক
কলকাতা শেষ আপডেট: ১১ সেপ্টেম্বর ২০২৪ ১০:৩২
football

হারের পর হতাশ আর্জেন্টিনা (বাঁ দিকে) এবং ব্রাজিলের ফুটবলারেরা। ছবি: রয়টার্স।

মাস দুয়েক আগে কোপা আমেরিকার ফাইনালে অতিরিক্ত সময়ের গোলে আর্জেন্টিনার কাছে হেরে গিয়েছিল কলম্বিয়া। সেই হারের বদলা তারা নিল বিশ্বকাপের যোগ্যতা অর্জন পর্বের ম্যাচে। ঘরের মাঠে লিয়োনেল মেসিহীন আর্জেন্টিনাকে তারা হারিয়ে দিল ২-১ গোলে। অন্য দিকে, একই দিনে হেরেছে ব্রাজিলও। প্যারাগুয়ের ঘরের মাঠে তারা হেরেছে ০-১ গোলে।

Advertisement

চোটের কারণে এই ম্যাচেও খেলতে পারেননি মেসি। তবে আগের ম্যাচে চিলিকে হারানো আর্জেন্টিনাকে এ দিন পুরনো ছন্দে খুঁজে পাওয়া যায়নি। ২৫ মিনিটেই তারা পিছিয়ে পড়ে। জেমস রদ্রিগেসের পাস পেয়েছিলেন ইয়েরসন মসকেরা। তিনি জন আরিয়াসের সঙ্গে দ্রুত পাস খেলে গোল করেন।

দ্বিতীয়ার্ধের শুরুতেই সমতা ফেরায় আর্জেন্টিনা। রদ্রিগেসের ভুল পাস পেয়ে দ্রুত গতিতে কলম্বিয়ার বক্সের দিকে এগিয়ে যান নিকো গঞ্জালেস। গোলকিপারের পায়ের ফাঁক দিয়ে বল জালে জড়ান। তবে জয়সূচক গোল পায়নি আর্জেন্টিনা। উল্টে এগিয়ে যায় কলম্বিয়াই।

কলম্বিয়ার ড্যানিয়েল মুনোজ়কে বক্সে ফেলে দিয়েছিলেন আর্জেন্টিনার এক ডিফেন্ডার। মাঠের রেফারি ফাউল দেননি। তবে ভিডিয়ো অ্যাসিস্ট্যান্ট রেফারির (ভার) সঙ্গে আলোচনার পর সিদ্ধান্ত বদলান। পেনাল্টি থেকে গোল করেন রদ্রিগেস। শেষ দিকে গোলকিপার এমিলিয়ানো মার্তিনেসের দক্ষতায় আর গোল হজম করেনি আর্জেন্টিনা।

এ দিকে, কোচ দোরিভাল জুনিয়রের অধীনে ব্রাজিলের অবস্থা দিন দিন খারাপ হয়েই চলেছে। আগের ম্যাচে কোনও মতে জিতলেও এ দিন প্যারাগুয়ের কাছে হারল তারা। ১৬ বছর পর ব্রাজিলকে হারাল প্যারাগুয়ে। গত পাঁচ ম্যাচের চারটিতে হারল তারা।

২০ মিনিটে ম্যাচের একমাত্র গোল করেন দিয়েগো গোমেজ়‌। গোটা ম্যাচে চেষ্টা করেও ভিনিসিয়াস জুনিয়র, রদ্রিগোরা গোল করতে পারেননি। বিশ্বকাপের যোগ্যতা অর্জন পর্বে খুঁড়িয়েই চলেছে ব্রাজিল। তারা পঞ্চম স্থানে রয়েছে। আট ম্যাচে মোটে ১০ পয়েন্ট। জয় তিন এবং হার চারটি ম্যাচে। অন্য দিকে, হেরেও গ্রুপের শীর্ষে রয়েছে আর্জেন্টিনা। আট ম্যাচে তাদের ১৮ পয়েন্ট।

আরও পড়ুন
Advertisement