লিয়োনেল মেসি। —ফাইল চিত্র।
ইন্টার মায়ামির প্রথম একাদশে প্রত্যাবর্তন স্মরণীয় হল লিয়োনেল মেসির। মেজর লিগ সকারে শার্লটের কাছে হেরে গেল তাঁর দল। অফসাইডের কারণে গোল বাতিল হল আর্জেন্টিনীয় কিংবদন্তির।
তবে ইংলিশ প্রিমিয়ার লিগে শেফিল্ড ইউনাইটেডকে ২-১ গোলে হারিয়েই শনিবার রাতে কিংবদন্তি স্যর ববি চার্লটনকে শ্রদ্ধা জানাল ম্যাঞ্চেস্টার ইউনাইটেড। জয়ের নেপথ্যে স্কট ম্যাকটোমিনে ও দিয়েগো
দালোত যুগলবন্দি।
শার্লটের বিপক্ষে মেজর লিগের শেষ ম্যাচটি ইন্টার মায়ামির কাছে ছিল নিয়মরক্ষার। ১৩ মিনিটে কেরউইন ভার্গাস ১-০ করেন। দ্বিতীয়ার্ধের শুরুতেই অসাধারণ চিপে গোল করেছিলেন মেসি। কিন্তু তাঁর গোল বাতিল হয়ে যায় অফসাইডের কারণে। ৬২ মিনিটে মেসির ফ্রি-কিক ধাক্কা খায় ক্রসবারে। ম্যান ইউয়ের জয়ও সহজে আসেনি। ২৮ মিনিটে দলকে এগিয়ে দেন স্কট। কিন্তু ১০ মিনিটের মধ্যে পেনাল্টি থেকে সমতা ফেরান অলিভার ম্যাকবার্নি। ৭৭ মিনিটে গোল করে ম্যান ইউয়ের জয় নিশ্চিত করেন দালোত।
এ দিকে স্যর ববি চার্লটনকে শ্রদ্ধা জানাতে আগামী মঙ্গলবার চ্যাম্পিয়ন্স লিগে কোপেনহেগেনের বিরুদ্ধে ম্যাচে ওল্ড ট্র্যাফোর্ডের প্রধান স্ট্যান্ড তাঁর নামে রাখার সিদ্ধান্ত
নিল ম্যান ইউ। পাশাপাশি শনিবার রাতে লা লিগায় সেভিয়া বনাম রিয়াল মাদ্রিদ ম্যাচ শেষ হয় ১-১।