pele

Pele Cancer: যোদ্ধা পেলে হারাবেন ক্যানসারকেও, বলছেন পুত্র

গত বছর সেপ্টেম্বরে পেলের অন্ত্রে অস্ত্রোপচার করে টিউমার বাদ দেওয়া হয়েছিল। তার পর থেকেই নিয়ম করে পেলের কেমোথেরাপি চলছে। কিন্তু সম্প্রতি মূত্রাশয় ও মূত্রনালীতে সংক্রমণের কারণে হাসপাতালে থাকতে হয়েছিল পেলেকে।

Advertisement
নিজস্ব প্রতিবেদন
কলকাতা শেষ আপডেট: ০৮ মার্চ ২০২২ ০৮:০৭
ফাইল চিত্র।

ফাইল চিত্র।

মারণ ব্যাধি ক্যানসারের বাসা বেঁধেছে তাঁর শরীরে। যদিও তাঁর বাবা ফুটবল সম্রাট পেলে তার বিরুদ্ধে লড়াই চালাচ্ছেন। যে ক্যানসারকে হারাবেন তাঁর বাবা। কারণ তিনি যে চিরকালীন এক যোদ্ধা। বিশ্বাস পেলে-পুত্র এডিনহোর।

সম্প্রতি ব্রাজিলের ছোট ক্লাব লনড্রিনার দায়িত্ব নিয়েছেন এডিনহো। রবিবার তাঁর ক্লাব ১-০ জিতেছে। জয়ের দিনেই ভক্তদের আশ্বস্ত করে এডিনহো বলেন, ‍‘‍‘আমার বাবা একজন যোদ্ধা। নিজের সেরাটা দিয়ে তিনি ক্যানসারের বিরুদ্ধে
লড়াই করছেন।’’

Advertisement

গত বছর সেপ্টেম্বরে পেলের অন্ত্রে অস্ত্রোপচার করে টিউমার বাদ দেওয়া হয়েছিল। তার পর থেকেই নিয়ম করে পেলের কেমোথেরাপি চলছে। কিন্তু সম্প্রতি মূত্রাশয় ও মূত্রনালীতে সংক্রমণের কারণে হাসপাতালে থাকতে হয়েছিল পেলেকে।

আরও পড়ুন
Advertisement